Murshidabad School : স্কুলমুখী করতে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করলেন শিক্ষক শিক্ষিকারা

Last Updated:

Murshidabad School :তাদের স্কুলমুখী করতে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা

হরিহরপাড়া : পড়ুয়াদের স্কুলমুখী করতে দুয়ারে এলেন শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘ ২০ মাস পরে খুলে গিয়েছে সমস্ত স্কুল কলেজ ও মাদ্রাসাগুলি। তবে করোনা আবহে দীর্ঘ দিন ধরে স্কুলের সঙ্গে যোগাযোগ ব্যাহত থাকায় স্কুলছুট হয়ে পড়েছে একাধিক পড়ুয়া। তাই তাদের স্কুলমুখী করতে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করলেন মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।
আরও পড়ুন : লকডাউন পরিশ্রমে জল ঢেলেছে। পড়ুয়াদের স্কুলমুখী করতে রাস্তায় নেমেছেন শিক্ষক
দীর্ঘদিন ধরে শুধুমাত্র অনলাইনে ক্লাস করে স্কুলের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পড়ুয়াদের। আবার অনেকের মোবাইল ফোন না থাকায় অনলাইনে ক্লাসও করা সম্ভব হয়নি। করোনা আতঙ্কে ছেলে মেয়েদের স্কুল পাঠাতেও ইচ্ছা প্রকাশ করছেন না একাধিক অভিভাবকরা। কার্যত স্কুল যেতে অনীহা ছাত্রছাত্রীদের। আবার পড়াশোনা বন্ধ থাকায় অভাবের সংসারে রোজগারের পথ বেছে নিয়েছে অনেক ছাত্র। কেউ পাড়ি দিয়েছে ভিনরাজ্যে, আবার কেউ দোকান খুলে শুরু করেছে ব্যবসা। তাই সেই সমস্ত স্কুলছুট পড়ুয়াদের পড়াশোনার মূলস্রোতে ফেরাতে তাদের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন শিক্ষক শিক্ষিকারা।
advertisement
আরও পড়ুন : লকডাউনে স্কুল বন্ধে বিয়ে হয়ে গেল ছাত্রীর, ছাত্ররা অর্থ উপার্জনে, আদিবাসী এলাকার পড়ুয়াদের স্কুলমুখী করতে গ্রামে গ্রামে শিক্ষকরা
নির্দিষ্ট করোনা বিধি মেনে স্কুলে এসে ক্লাস শুরু করার জন্য ছাত্র ছাত্রী-সহ অভিভাবকদের বোঝান তারা। বাড়িতে এসে শিক্ষক শিক্ষিকারা বোঝানোয় এ বার স্কুল যেতে ইচ্ছা প্রকাশ করছে পড়ুয়ারা। শিক্ষকদের ভরসায় ছেলে মেয়েদের স্কুল পাঠাতে আগ্রহ প্রকাশ করছেন অভিভাবকেরাও।
advertisement
advertisement
আরও পড়ুন : বিজেপি ছাড়ার পর এবার তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী! শাসক দলের আরও কাছে অভিনেত্রী?
শিক্ষিকা আলকাবেরিয়া খানম বলেন, ‘‘ দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার কারণে নতুন করে পড়ুয়াদের স্কুলমুখী করা খুব কঠিন কাজ।’’ তবে সেই উদ্যোগেই নেমেছেন শিক্ষক শিক্ষিকারা। বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়া-সহ অভিভাবকদের বোঝাচ্ছেন। ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে যাওয়া শুরু করবে বলেই আশাবাদী তিনি। হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘‘করোনা আবহে স্কুল বন্ধ থাকায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পড়ুয়ারা। অনলাইনে ক্লাস করা আর শ্রেণীকক্ষে বসে পঠনপাঠন কখনও সমান হতে পারে না।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad School : স্কুলমুখী করতে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করলেন শিক্ষক শিক্ষিকারা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement