South 24 Parganas News: নদীর পাড়ে দল বেঁধেছেন শিক্ষকেরা! সবার হাতেই গাছ! কী করছেন জানুন

Last Updated:

South 24 Parganas News: শিক্ষক সমাজ এগিয়ে এসে সামাজিক সুরক্ষার কাজে। ম্যানগ্রোভ ধ্বংসের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে এবার তাঁরা ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি নিয়েছেন।

+
নদীর

নদীর পাড়ে শিক্ষকরা

নন্দকুমারপুর: হরিণটানা বাজারে নদীবাঁধের উপর ঘুরে বেড়াচ্ছেন শতাধিক শিক্ষক। সবার হাতেই রয়েছে গাছ। সুন্দরবন রক্ষা করতে শিক্ষকদের এই প্রয়াস নজর কেড়েছে সকলের।
শিক্ষক সমাজ এগিয়ে এসে সামাজিক সুরক্ষার কাজে। ম্যানগ্রোভ ধ্বংসের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে এবার তাঁরা ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি নিয়েছেন। গোসাবা, রায়দিঘি, বাসন্তীর মতো জায়গায় ম্যানগ্রোভ রোপণ অভিযানে নেমেছেন তাঁরা। প্রায় ১ লক্ষ গাছের চারা তাঁরা নিজেদের উদ্যোগে লাগাবেন। প্রাথমিক শিক্ষকদের অধিকার রক্ষার ঐতিহাসিক জুলাই আন্দোলনকে স্মরণ করতে এই কর্মসূচি বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানিয়েছেন বিবেকানন্দ সাহু।
advertisement
রায়দিঘির হরিণটানা বাজার ভাঙনপ্রবণ এলাকা। এই জায়গা রক্ষা করতে সেখানে শতাধিক শিক্ষকরা এসেছিলেন। এই কাজে সহযোগিতা করেন নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবুর রহমান-সহ অন্যান্য সদস্য এবং স্থানীয় গ্রামবাসীরা।
advertisement
সমাজের প্রতি শিক্ষক সমাজের যা দায়বদ্ধতা তার প্রতি লক্ষ্য রেখে এই কাজ করেছেন তাঁরা‌।ম্যানগ্রোভের পাশাপাশি থাকছে ঝাউ সহ অন্যান্য ফলের গাছ। সব্যসাচী হালদার নামের এক শিক্ষক জানিয়েছেন, সুন্দরবনকে রক্ষা করাই উদ্দেশ্য তাঁদের। এই লক্ষ্যে শিক্ষকরা একত্রিত হয়েছেন। ভবিষ্যতে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে চান তাঁরা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নদীর পাড়ে দল বেঁধেছেন শিক্ষকেরা! সবার হাতেই গাছ! কী করছেন জানুন
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement