Teacher Recruitment: বিয়ের আসরে আচমকা 'চিৎকার' কনের, হতবাক অতিথিরা! কারণ কী? ভাইরাল কাণ্ড

Last Updated:

Teacher Recruitment: কনের সাজে সেজে অভয়া রায় তাঁর বন্ধুদের পাশে নিয়ে হঠাৎ করেই বিয়ের আসরে 'চিৎকার' করে উঠলেন। কিন্তু কেন?

স্লোগান দিচ্ছেন কনে
স্লোগান দিচ্ছেন কনে
বর্ধমান: এক অন্য রকম ছবি। বিয়ে বাড়িতে সানাই বাজছে। নিমন্ত্রিত-পরিচিত-পরিজনদের আনাগোনা চলছে। সেই সময় কনের সাজে সেজে অভয়া রায় তাঁর বন্ধুদের পাশে নিয়ে হঠাৎ করেই বিয়ের আসরে ‘চিৎকার’ করে উঠলেন। আসলে স্লোগান দিয়ে উঠলেন তিনি। তা দেখে অবাক উপস্থিত সকলেই।
কী স্লোগান তাঁর? বিয়ের আসরে কীসের দাবিতে এই স্লোগান? তা জানতে তখন উৎসুক সকলেই। বন্ধুদের সঙ্গে নিয়ে কনে বললেন, ‘নিয়োগ চাই নিয়োগ চাই, আমাদের বঞ্চনা মানছি না মানব না। বিয়ের আসর থেকে দিচ্ছি ডাক, বঞ্চিতরা চাকরি পাক।’
. .
advertisement
৬ মে ভাতারের ছাতনির বাসিন্দা রিন্টু দের সঙ্গে বিয়ে হয় ভাতারের খেজুরের বাসিন্দা অভয়া রায়ের। আর সেই বিয়ের আসরেই ২০১৪ সালের টেট পরীক্ষার্থী অভয়া রায় স্লোগান তোলেন নিয়োগ চাই। তাঁর সঙ্গে ছিলেন বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে আসা আন্দোলনরত তাঁর সহকর্মী তথা বন্ধুরা।
advertisement
আরও পড়ুন: ‘আরও গ্রেফতার হবে’, ইডির দাবির পরই গুঞ্জন, ‘এবার কে?’ যা সামনে আসছে, কল্পনাতীত!
অভয়া রায়ের অভিযোগ, ২০১৪ সাল থেকে টেট উত্তীর্ণ হয়েও আজকে তাঁরা বেকার। ২০২০ সালে মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার আশ্বাস দিলেও সেই চাকরি এখনও পাওয়া যায়নি। অথচ অযোগ্যরা চাকরি পেয়েছে। কিন্তু যোগ্যরা আজও আন্দোলনে রয়েছে। কিন্তু তাঁদের চাকরি হয়নি। তাই এই দুঃখ ভুলতে না পেরেই তাঁরা এই অভিনব প্রতিবাদ করেছেন।
advertisement
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ‘কেরালা’ সিদ্ধান্তে অপ্রসন্নতা শিল্পীর, শুভাপ্রসন্নের বাড়ি গিয়ে প্রসন্ন থাকার নির্দেশ কুণালের!
এমনিতে কলকাতায় এক টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। বিভিন্ন সময় তাঁদের আন্দোলনে পাশে থেকেছেন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। বিরোধী নেতা নেত্রীরা তাঁদের এই আন্দোলনকে সমর্থন করেছেন। সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার তাদের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু এখনও সুরাহা মেলেনি। ঠিক সেই পরিস্থিতিতে বিয়ের আসরে কনে ও তাঁর বন্ধুদের নিয়োগের দাবিতে স্লোগান অন্য মাত্রা পেয়েছে।
advertisement
তাঁরা বলছেন, ‘বিয়ে একটা সামাজিক আনন্দ অনুষ্ঠান অবশ্যই। কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি না পাওয়ার বেদনা সর্বক্ষণ আমাদের তাড়া করে বেড়াচ্ছে। বিয়ের আসরেও এই বঞ্চনার কথা ভোলা যাচ্ছে না। আমরা সব দিক দিয়েই সরকার ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেজন্যই বিয়ের আসরের জন সমাগম সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি আমরা।’
advertisement
শরদিন্দু ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teacher Recruitment: বিয়ের আসরে আচমকা 'চিৎকার' কনের, হতবাক অতিথিরা! কারণ কী? ভাইরাল কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement