The Kerala Story: মুখ্যমন্ত্রীর 'কেরালা' সিদ্ধান্তে অপ্রসন্নতা শিল্পীর, শুভাপ্রসন্নের বাড়ি গিয়ে প্রসন্ন থাকার নির্দেশ কুণালের!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
The Kerala Story | Subhaprasanna: চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে বুধবার বিকেলেই ফোনে সতর্ক করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
কলকাতা: দুপুরে ফোন, রাতে সরাসরি সাক্ষাৎ। চিত্রশিল্পী শুভাপ্রসন্নর বারবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতার ভাষা যে দল ভাল ভাবে নিচ্ছে না তা বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেস। শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ, শুভাপ্রসন্নর বাড়িতে যান৷ আর সেখানেই এই বিষয়ে তাঁদের আপত্তির কথা জানিয়ে এসেছেন।
সাম্প্রতিক সময়ে, বারবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করতে দেখা গিয়েছে শুভাপ্রসন্নকে৷ চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে বুধবার বিকেলেই ফোনে সতর্ক করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ভাষা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনে বেফাঁস মন্তব্য করার পর, ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে নিষিদ্ধ করা নিয়ে বিতর্কে মুখ খুলেছিলেন শুভাপ্রসন্ন। সরাসরি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন শিল্পী।
advertisement
advertisement
‘দ্য কেরালা স্টোরি’ বিতর্ক নিয়ে শুভাপ্রসন্নর বক্তব্য ছিল, এই ছবি নিষিদ্ধ ঘোষণা করে অহেতুক ছবিটিকে বাড়তি গুরুত্ব দিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভাপ্রসন্ন বলেন, ‘এই সিদ্ধান্ত কোনও রাজনৈতিক সুবিধা দেবে না। বরং নিষিদ্ধ করে ছবিটাকেই গুরুত্ব দেওয়া হল। সেন্সর বোর্ড যখন ছাড় দিয়েছে, তখন প্রদর্শনে বাধা কোথায়?’
আরও পড়ুন: গা-হাত-পা টিপতেন অনুব্রতর, সেই বিজয় রজকের খবর শুনলে চোখ কপালে উঠবে! সব জেনে গেল ইডি
ফোনালাপ প্রসঙ্গে কুণাল বলেন, ‘আমায় সকালে শুভা’দা ফোন করেছিলেন। তখন আমি বলি, যাঁদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে আপনি তাঁদের মধ্যে। তা হলে রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত নিয়ে এ ভাবে বাইরে মুখ খুলছেন কেন?’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানিয়েছেন, তাঁর কথা শুভাপ্রসন্ন মেনে নিয়েছেন। তবে বিকেলের ফোনের পরেও, শুভাপ্রসন্নকে নিজের অবস্থানে অনড় থাকতে দেখা গিয়েছে৷ তারপরেই বুধ সন্ধ্যায় চিত্রশিল্পীর বাড়িতে যান কুণাল ঘোষ। যদিও নিছক সৌজন্য সাক্ষাতের কথা বলা হলেও, তৃণমূল কংগ্রেস যে শুভাপ্রসন্নর কথা ভাল ভাবে নিচ্ছে না সেই বার্তাই কুণাল দিয়ে এসেছেন বলে সূত্রের খবর৷
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 8:36 AM IST