Free Breakfast: প্র্যাক্টিস শেষে ফ্রি'তে ব্রেকফাস্ট পাবে ফুটবলাররা!
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Free Breakfast: ফুটবলের প্রতি টান থেকেই রায়গঞ্জ টাউন ক্লাবে প্রশিক্ষণরত ক্ষুদে ফুটবলারদের ব্রেকফাস্টের দায়িত্ব নিয়েছেন ওই শিক্ষিকা
উত্তর দিনাজপুর: প্রশিক্ষণরত খুদে ফুটবলাররা এবার ফ্রিতে পাবে ব্রেকফাস্ট! কোথায় এমন ব্যবস্থা হয়েছে জানেন? আসুন, এই প্রতিবেদনে সেটা বিস্তারিত জেনে নেওয়া যাক।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অল্প বয়সী ছেলেমেয়েদের ফুটবল খেলার প্রতি আগ্রহী করে তুলতে এগিয়ে এলেন এক শিক্ষিকা। চন্দ্রানী রায় নামে ওই শিক্ষিকা এবার বিনামূল্যে ব্রেকফাস্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বাড়ি রায়গঞ্জের উকিলপাড়ায় হলেও কর্মসূত্রে তিনি ব্যাঙ্গালুরুতে থাকেন। বাবা মনি রায় রায়গঞ্জের টাউন ক্লাবে দীর্ঘদিন কোচিং করেছেন, ফলে শহরে অত্যন্ত পরিচিত নাম। কাজেই খেলাধুলোর প্রতি বিশেষ টান আছে চন্দ্রানীদেবীর।
advertisement
আরও পড়ুন: নারকেল দড়ির পাপোশ তৈরি করে মালামাল হয়ে যান
advertisement
খেলাধুলো, বিশেষত ফুটবলের প্রতি টান থেকেই রায়গঞ্জ টাউন ক্লাবে প্রশিক্ষণরত ক্ষুদে ফুটবলারদের ব্রেকফাস্টের দায়িত্ব নিয়েছেন ওই শিক্ষিকা। কিছুদিন আগে তিনি জানতে পেরেছিলেন, প্র্যাক্টিস শেষে সঠিক টিফিন না পাওয়ায় অসুস্থ হয়ে পড়ছে অল্প বয়সী ফুটবলাররা। তারপরই ওই প্রবাসী শিক্ষিকা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এর ফলে আগামী দিনে রায়গঞ্জ থেকে অল্প বয়সী ফুটবলাররা আরও বেশি করে বড় মঞ্চে উঠে আসতে পারবে বলে সকলে আশা প্রকাশ করেছেন। খুশি ফুটবলারদের অভিভাবকরাও।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 12, 2024 9:15 PM IST






