Tarakeswar Bishnupur Railway Project: সুখবর, ফের শুরু তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ নির্মাণের কাজ! যদিও থেকে গেল সেই কিন্তু!
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ নির্মাণের কাজ ফের শুরু হল
হুগলি: তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের নির্মাণের ক্ষেত্রে যেভাবে জল নিকাশের ব্যবস্থা করা হচ্ছে তা নিয়ে আপত্তি উঠেছিল গোঘাটের পশ্চিম অমরপুরে। বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল নির্মাণ কাজ। তবে অবশেষে পূর্ব রেলের দুই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে সেই জট কেটেছে অল্প। বৈঠকে সমাধান এসেছে নিকাশের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এলাকায় মাটি ফেলার কাজ বন্ধ থাকলেও নির্মাণ কাজ আপাতত চলতে পারবে, তারপর থেকে শুরু হয়েছে রেলের নির্মাণ কাজের তৎপরতা।
অন্যদিকে গ্রামবাসীদের বক্তব্য, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তাদের দাবি মত রেল বক্স কালভার্টের বদলে যে সব হুম পাইপ বসিয়েছিল তা তুলে নেবে। গ্রামবাসীরা নির্মাণ কাজ চলার মত, গাড়ি ঢোকার মত বাঁশের ব্যারিকেড কিছুটা খুলে নিচ্ছে। তবে নিকাশির সমস্যা দূর হওয়া নিশ্চিত ব্যবস্থা না হওয়া পর্যন্ত মাটির কাজ বন্ধই থাকবে।
আরও পড়ুন: একরাতের খেল! কালবৈশাখী, শিলাবৃষ্টির তাণ্ডবে নাছোড়বান্দা অবস্থা হুগলিতে, লাখ লাখ টাকা ক্ষতি চাষিদের
advertisement
advertisement
গ্রামবাসীদের দাবি, জল নিকাশের ব্যবস্থা সঠিক না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান বিক্ষোভ থেকে উঠবেন না। ওই আন্দোলন কমিটির সম্পাদক জানান, আগামী পাঁচ মে রাজ্য সরকার এবং রেলের কিছু আধিকারিক আসার কথা রয়েছে। তখন নিকাশি ব্যবস্থা নিয়ে আরও আলোচনা হবে। পূর্ব রেলের দুই ইঞ্জিনিয়ার যারা এসেছিলেন তারা জানিয়েছেন যে রেলের তরফের দুটি জায়গা মিলেছে যে পৌনে ৬০০ মিটার লম্বা সেতু তৈরি করা হচ্ছে তা আরও ২৫০মিটার বাড়ানো হবে। আর সমস্ত পাইপ বসানো জায়গাগুলোর বদলে বক্স কালভার্ট তৈরি করা হবে, যাতে নিকাশি থেকে শুরু করে মানুষের যাতায়াত খুব সহজেই হয়। তবে গ্রামবাসীরা কিছুটা কাজের স্বস্তি দিলেও এখনই থামাচ্ছেন না তাদের আন্দোলন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 01, 2025 2:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarakeswar Bishnupur Railway Project: সুখবর, ফের শুরু তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ নির্মাণের কাজ! যদিও থেকে গেল সেই কিন্তু!