Tamluk: মেডিক্যাল কলেজের সামনেই পুলিশ ফাঁড়ি, বুড়ো আঙুল দেখিয়ে ক্যাম্পাসে যা সব হচ্ছে...! তমলুকে শোরগোল
- Published by:Aishwarya Purkait
- local18
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Tamralipto Medical College: তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস থেকে টেন্ডার ছাড়াই অবাধে গাছ কাটার অভিযোগ উঠছে।রাতের অন্ধকারে হাসপাতালের পিছনের পুকুর থেকে মাটি চুরি। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে লুকিয়ে চুরিয়ে কী সব হচ্ছে!
পূর্ব মেদিনীপুর, তমলুক, সুজিত ভৌমিক: টেন্ডার ছাড়াই মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে গাছ কেটে সাফ। অবাধে গাছ কেটে নেওয়ার অভিযোগ। শুধু গাছ কাটাই নয়, হাসপাতালের পুকুর থেকে অবৈধভাবে মাটি চুরিরও অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হয়েছে তমলুক শহরে।
পূর্ব মেদিনীপুরের তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠছে। পুলিশ ফাঁড়ির সামনেই গাছ চুরির অভিযোগ। থানার দারস্থ হয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। রাতের অন্ধকারে হাসপাতালের পিছনের পুকুর থেকে মাটি চুরিরও অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ অজান্তেই সাইবার প্রতারণার শিকার ৭২ বছরের বৃদ্ধা! আর একটু হলেই খোয়াচ্ছিলেন ২৫ লক্ষ, গোবরডাঙা পুলিশের প্রশংসনীয় ভূমিকায় এ যাত্রায় রক্ষা
তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের গেটের সামনে পুলিশ ফাঁড়ি আর সেই পুলিশ ফাঁড়ির সামনেই হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে অবৈধভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শর্মিলা মল্লিকের অভিযোগ, ‘হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে বেশ কয়েকটি গাছের ডাল কাটার জন্য ময়না থেকে কয়েকজন শ্রমিককে কাজে লাগানো হয়েছিল। কিন্তু কয়েকদিন পর দেখলাম বেশ কয়েকটি গাছ কেটে নেওয়া হয়েছে’।
advertisement
advertisement

তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ
আরও পড়ুনঃ কপালজোরে বেঁচেছে তাই নাম…! জলদাপাড়ার নতুন সদস্যের নামকরণ মুখ্যমন্ত্রীর, কী নাম রাখা হল হস্তিশাবকের?
ইতিমধ্যেই হাসপাতালের সিকিউরিটি বিভাগের চারজন সিকিউরিটিকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তমলুক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। জেলাশাসক ও পুলিশ সুপারকে এই বিষয়ে অবগত করা হয়েছে।
advertisement
এদিকে ঘটনার জেরে হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে গাছ কাটা হচ্ছে আর কর্তৃপক্ষ কিছু জানবে না? অভিযোগ, শুধু গাছ নয়, পুকুরের মাটিও অবৈধভাবে চুরি হয়ে যাচ্ছে। হাসপাতালের সামনেই পুলিশ ফাঁড়ি এবং হাসপাতালে সিকিউরিটি থাকা সত্ত্বেও কীভাবে অনৈতিক কাজ হচ্ছে! প্রশ্ন তুলছেন তমলুকবাসীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 15, 2025 9:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tamluk: মেডিক্যাল কলেজের সামনেই পুলিশ ফাঁড়ি, বুড়ো আঙুল দেখিয়ে ক্যাম্পাসে যা সব হচ্ছে...! তমলুকে শোরগোল

