Jaldapara: কপালজোরে বেঁচেছে তাই নাম...! জলদাপাড়ার নতুন সদস্যের নামকরণ মুখ্যমন্ত্রীর, কী নাম রাখা হল হস্তিশাবকের?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Jaldapara National Park: জলদাপাড়া বনবিভাগের অনুরোধ রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াং থেকে উদ্ধার হওয়া হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের বৈঠক থেকে ওই হস্তি শাবকের নাম রাখেন লাকি। খুশির হাওয়া জলদাপাড়ায়।
কার্শিয়াং থেকে উদ্ধার হওয়া হস্তিশাবক, বর্তমানে বেড়ে উঠছে হলং সেন্ট্রাল পিলখানায়। জলদাপাড়া বন বিভাগের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানানো হয়েছিল এই শাবকের নামকরণের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের বৈঠক থেকে ওই হস্তিশাবকের নাম রাখেন লাকি। খুশির হাওয়া জলদাপাড়ায়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
advertisement
সেদিন উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়। নদীর প্রবল স্রোতে ভেসে যায় হস্তিশাবকটি। প্রথমে তা কার্শিয়ংয়ের তারাবাড়ি এলাকায় মায়ের দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরে ভেসে যায় সীমান্ত লাগোয়া মণিরাম এলাকায়। সেখানে ভারত ও নেপালের স্থানীয় মানুষ এবং দুই দেশের প্রশাসনের যৌথ প্রচেষ্টায় নদী থেকে শাবকটিকে জীবিত উদ্ধার করা হয়।
advertisement
advertisement
একা ঘুরে বেড়াতে থাকে বাচ্চা হাতিটি। শারীরিক দুর্বলতা ও অল্প বয়স বিবেচনা করে গত ৮ অক্টোবর তাকে বিশেষ পরিচর্যার জন্য স্থানান্তর করা হয় জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগে। বর্তমানে শাবকটি রয়েছে জলদাপাড়ার হলং সেন্ট্রাল পিলখানায়। অভিজ্ঞ মহুতরা তাকে দুধ খাওয়ানো থেকে শুরু করে প্রতিদিনের যত্ন নিচ্ছেন। পাশাপাশি বন বিভাগের পশু চিকিৎসক দল তার স্বাস্থ্য পরীক্ষাও চালাচ্ছেন নিয়মিত। (ছবি ও তথ্য: অনন্যা দে)