Short Trip: সপ্তাহ শেষে টুক করে ঘুরে আসুন এই গ্রাম, মন জুড়ানো প্রকৃতির মাঝে ইতিহাসের সঙ্গে পরিচয়
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Short Trip: গ্রামে ঢুকলেই চোখে পড়বে তোরণ, যা সাজিয়ে তোলা হচ্ছে বর্ণপরিচয়ের নানা বর্ণের আদলে। শুধু তাই নয়, বিদ্যাসাগরের জন্মস্থানে রয়েছে ছোট্ট সংগ্রহালয়, যা পরিচিত বিদ্যাসাগর স্মৃতি মন্দির হিসেবে
পশ্চিম মেদিনীপুর: পাহাড়, সমুদ্র কিংবা বিভিন্ন প্রাকৃতিক ক্ষেত্র আপনার দেখা শেষ। তবে ঘুরতে যাওয়া আপনার শখ। কাজের ক্লান্তির পর অবসর কাটাতে একটু ঘুরে আসার প্ল্যান করছেন? পরিবারের ছোট ছোট ছেলেমেয়ে কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে দেখার প্ল্যান করলে একদিনের ছুটি নিয়ে ঘুরে দেখতে পারেন এই জায়গা। এলে মন ভাল হয়ে যাবে। বেশ কয়েকটা মাটির বাড়িতে বর্ণমালা লেখা। কোথাও রয়েছে বিদ্যালয়। শান্ত নিরিবিলি গ্রামীণ পরিবেশ আপনার মন ভাল করে তুলবে। কলকাতা থেকে বেশ কাছেই রয়েছে এমন সুন্দর এই জায়গা, যা শুধু বড়দের জন্য নয়, বাচ্চাদেরও ঘুরে দেখার একদম আদর্শ।
পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে এক প্রান্তে অবস্থিত এই অনন্য সুন্দর গ্রামটি। তবে পূর্ব মেদিনীপুরে ও হুগলি জেলার খুব কাছেই অবস্থিত। বীর বিপ্লবী ক্ষুদিরাম থেকে বিদ্যাসাগর, বহু বীর ও জ্যোতিষ্ক জন্মেছিলেন এই মাটিতে। জেলার বীরসিংহ গ্রামের সন্তান বিদ্যাসাগর। তৎকালীন হুগলি জেলায় জন্ম হলেও বর্তমানে সেই জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অবস্থিত। এখন সেই স্থানকে সাজিয়ে তোলা হয়েছে। সপ্তাহন্তের ছুটিতে কিংবা অবসর কাটাতে এখানে এলে জানতে পারবেন, বিশিষ্ট শিক্ষাব্রতী বিদ্যাসাগর মহাশয়ের জীবনের বিভিন্ন দিক। জন্ম তাঁর বীরসিংহে হলেও কখনওই গণ্ডিতে আটকে থাকেননি। তাঁর কাজের পরিচিতি ছড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বে। তাঁর গ্রাম ও গ্রামের ভিটে সরকারের উদ্যোগে এখন পর্যটন ক্ষেত্রে পরিণত হয়েছে। প্রাচীন গ্রাম্য পরিবেশের আদল দেখতে পাবেন বীরসিংহে পদার্পণ করলে। এখানে বিদ্যাসাগরের জন্মস্থানকে অন্যরকমভাবে সংরক্ষণ করা হয়েছে। গড়ে তোলা হয়েছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির। মায়ের কোলে ছোট্ট বিদ্যাসাগরের প্রতিকৃতি দেখলে মন ভরে যাবে।
advertisement
advertisement
গ্রামে ঢুকলেই চোখে পড়বে তোরণ, যা সাজিয়ে তোলা হচ্ছে বর্ণপরিচয়ের নানা বর্ণের আদলে। শুধু তাই নয়, বিদ্যাসাগরের জন্মস্থানে রয়েছে ছোট্ট সংগ্রহালয়, যা পরিচিত বিদ্যাসাগর স্মৃতি মন্দির হিসেবে। বাইরের দেওয়ালে বিভিন্ন সময়ের নানা ছবি আঁকা। বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন পর্যায় মডেল আকারে তুলে ধরা হয়েছে। আছে তাঁর মর্মর মূর্তি, সুদৃশ্য বাগান। পাথরে খোদাই করা আছে বিদ্যাসাগরকে নিয়ে লেখা মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা। দেখবেন পুরানো কুয়ো। বিদ্যাসাগরের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এখানে দেখবার অন্যতম বিষয়। বীরসিংহ গ্রামে এলে মন আপনার জুড়িয়ে যাবেই। স্মৃতি মন্দিরে ঢোকার সময় নজরে আসবে মাইল ফলক, যেখানে বিদ্যাসাগরের নানা সময়ের উল্লেখযোগ্য কর্মকাণ্ডকে তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগরের বহু স্মৃতি এখানে ধরে রাখার চেষ্টা করেছে প্রশাসন। শুধু তাই নয়, মায়ের নামে গ্রামে গড়ে তোলা হাইস্কুল এখানে অন্যতম দর্শনীয় ক্ষেত্র। আছে বিদ্যাসাগর নামাঙ্কিত গ্রন্থাগার।
advertisement
বিদ্যাসাগর ছোটবেলায় কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় পড়েছিলেন। সেই পাঠশালার হদিশ পাবেন এখানে। দেখতে দেখতে নষ্টালজিক হয়ে পড়বেন। স্মৃতিতে ভেসে উঠবে বিদ্যাসাগর সম্পর্কে বইতে পড়া বিষয়গুলো। রয়েছে বিদ্যাসাগরের মায়ের নামাঙ্কিত বিদ্যালয়, যা হেরিটেজ তকমা পেয়েছে। নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে বীরসিংহ ভগবতী বিদ্যালয়কে।
কলকাতার খুব কাছেই এই জায়গা। হলে সপ্তাহান্তে দিব্যি ঘুরে আসতে পারেন। ঘাটাল বাস স্ট্যান্ড থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরত্ব। ক্ষীরপাই বাজার থেকে ১০ কিলোমিটার দূরে এই জায়গা। কলকাতা থেকে বাস কিংবা অন্যান্য যাতায়াত মাধ্যম সুলভে পাবেন। কলকাতা থেকে বাসে এলে আপনাকে আসতে হবে ঘাটাল কিংবা ক্ষীরপাই। সেখান থেকে পৌঁছে যেতে পারবেন এই জায়গায়। সরকারি কটেজ না থাকলেও এই দুই পুর এলাকায় মিলবে বেসরকারি লজ।
advertisement
আপনাদের সুবিধার জন্য দেওয়া হল গুগল লোকেশন- https://maps.app.goo.gl/VhkKQzbt1RNzAp4S9
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2024 12:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Short Trip: সপ্তাহ শেষে টুক করে ঘুরে আসুন এই গ্রাম, মন জুড়ানো প্রকৃতির মাঝে ইতিহাসের সঙ্গে পরিচয়