Suvendu Adhikari: 'দল থেকে তাড়িয়ে দেব', কাকে এমন বললেন শুভেন্দু? তোলপাড় পড়ল বিজেপিতে
- Written by:Sujit Bhoumik
- local18
- Published by:Suman Biswas
Last Updated:
Suvendu Adhikari: ভোটের পরে নন্দীগ্রামের বেশ কয়েকটি জায়গায় তৃণমূল কর্মীদের উপরে বিজেপির হামলার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "এসব বন্ধ করতে হবে। একটা জায়গায় আমাদের লোকেরা যুক্ত ছিল।''
নন্দীগ্রাম: ভোটে জিতে বিজয় মিছিল নয়। নন্দীগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করে বিজেপি কর্মীদের সতর্ক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গন্ডগোলে যুক্ত থাকলে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
ভোটের পরে নন্দীগ্রামের বেশ কয়েকটি জায়গায় তৃণমূল কর্মীদের উপরে বিজেপির হামলার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এসব বন্ধ করতে হবে। একটা জায়গায় আমাদের লোকেরা যুক্ত ছিল। তাদেরকে বলেছি, একদম এসব করা যাবে না। আমরা তৃণমূলের মতো অসভ্য বর্বর দল নই। যে করবে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে পার্টি থেকে বের করে দেব।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, ”ভোট মিটে গিয়েছে। নন্দীগ্রামের সকল জনগণই আমাদের জনগণ। আমি সমস্ত জনগণের বিধায়ক। কোন পার্টির বিধায়ক নই। এখানে কোন লোকের সাথে কোন খারাপ আচরণ আমার সাথীরা করলে তাকে আমি প্রথমে সতর্ক করব, তারপর তার সঙ্গে সম্পর্ক বিছিন্ন করব। তারপর তাকে আইনের দ্বারস্থ হতে বলব।
advertisement
পঞ্চায়েত ভোটের পর দলীয় নেতাদের নিয়ে বৈঠক শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই কথা বলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 14, 2023 11:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'দল থেকে তাড়িয়ে দেব', কাকে এমন বললেন শুভেন্দু? তোলপাড় পড়ল বিজেপিতে









