'জঙ্গলমহলের ঢোকার রাস্তাটাও মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না,' তোপ শুভেন্দুর
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Suvendu Adhikari: ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#বাঁকুড়া: ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন বাঁকুড়ার রাইপুরে দলীয় সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, 'জঙ্গলমহলের ঢোকার রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না৷ আগামী দিনে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার হবে৷'
এদিন শুভেন্দু অধিকারী বলেন, "অপা-পার্থর ৫০ কোটি৷ কেষ্টর ১৫০ কোটি৷ মানিকের ৩০ কোটি৷ সবাই তৈরি আছেন তো? নন্দীগ্রাম নিয়ে ওদের খুব জ্বালা৷ আমি বাংলার বেকার যুবক যুবতীকে বলব একটা করে পোস্ট কার্ড পাঠান৷ গোটা বাংলায় ২ কোটি বেকার তৈরি করেছে। বাংলাকে সর্বনাশ করে দিয়েছে। এই প্রাইভেট লিমিটেড কোম্পানির হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে৷ জঙ্গলমহলের মানুষ বঞ্চিত৷ জঙ্গলমহলের মানুষ গোটা রাজ্যের মানুষের মতো নিপীড়িত৷ তাই গ্রামের মানুষকে অধিকার বুঝে নিতে হবে৷"
advertisement
advertisement
বিরোধী দলনেতা আরও বলেন, "৫০০ টাকা ছুড়ে দিয়ে, সামান্য চাল দিয়ে আজ কলকাতার গুটিকয়েক লোক রাঢবঙ্গকে, উত্তরবঙ্গকে শাসন করবে? আপনার মানবেন এটা? জঙ্গলমহলের ঢোকার রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না৷ ২০১০ সালে ২১ জুলাই সভা থেকে আমার দিকে তাকিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ৯ অগাস্ট লালগড়ে একটা সভা করতে চাই শুভেন্দু পারবি করতে? সেই সভা করে দেখিয়েছিলাম৷"
advertisement
সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, "সিপিএম-এর অত্যাচার, হার্মাদদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলাম জঙ্গলমহলের মানুষকে নিয়ে৷ আপনার জানেন, তার সুফল মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে পেয়েছেন৷ আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ডাবল ইঞ্জিন রাষ্ট্রবাদী সরকারের শপথ নিয়েছি৷ এই বিজেপি আসল বিরোধী দল৷ সেটিং বিরোধী দল নয়৷ বলছে কেন্দ্রীয় সরকার নাকি টাকা দিচ্ছে না৷ কেন্দ্রীয় সরকার টাকার হিসাব চায়৷ যদি টাকা না দেওয়া হয় তাহলে ৪০ লক্ষ আবাস যোজনার বাড়ি হল কী করে৷"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 15, 2022 6:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'জঙ্গলমহলের ঢোকার রাস্তাটাও মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না,' তোপ শুভেন্দুর








