Mamata Banerjee: 'সরো দেখি', দোকানে ঢুকেই চপ ভাজতে শুরু করলেন মমতা! দেখুন ভিডিও

Last Updated:

দোকানের মালিক বুদ্ধদেব মহান্ত তখন চপ ভাজছিলেন৷ আচমকাই স্বয়ং মুখ্যমন্ত্রীকে দোকানে ঢুকতে দেখতে খানিক হকচকিয়ে যান বুদ্ধদেব৷

বিনপুরের দোকানে চপ ভাজলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
বিনপুরের দোকানে চপ ভাজলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
#বিনপুর: জেলা সফরে গিয়ে কখনও দিঘার চায়ের দোকানে ঢুকে নিজেই চা বানাতে শুরু করেন তিনি৷ কখনও দার্জিলিংয়ে গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে নিয়েই মোমো বানানোয় হাত লাগান৷
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে নতুন ভূমিকায় দেখা গেল ঝাড়গ্রামের বিনপুরে৷ বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম ফেরার পথে বিনপুরে হঠাৎই গাড়ি থামিয়ে রাস্তার ধারে একটি চপের দোকানে ঢুকে পড়েন মমতা৷
advertisement
দোকানের মালিক বুদ্ধদেব মহান্ত তখন চপ ভাজছিলেন৷ আচমকাই স্বয়ং মুখ্যমন্ত্রীকে দোকানে ঢুকতে দেখতে খানিক হকচকিয়ে যান বুদ্ধদেব৷ ততক্ষণে তাঁর দোকানে ভিড়ও জমে গিয়েছে৷ দোকানে ঢুকেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের উদ্দেশে বলেন, 'সরো দেখি, তোমাকে সাহায্য করি৷'
advertisement
এর পরেই উনুনের সামনে গিয়ে ঝাঝরি হাতা নিয়ে চপ ভাজতে শুরু করেন মুখ্যমন্ত্রী৷ অবাক চোখে তখন সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত সবাই৷ মুখ্যমন্ত্রীকে গরম তেলের সামনে দাঁড়িয়ে চপ ভাজতে দেখে কিছু পরামর্শ দেন বুদ্ধদেব৷ মুখ্যমন্ত্রীকে তখন বলতে শোনা যায়, 'ওরে আমি জানি, বাড়িতে রান্না করি তো৷'
চপ ভাজার পর সঙ্গে থাকা সাংবাদিক, নিরাপত্তা রক্ষী, সরকারি আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের হাতেও তুলে দেন মুখ্যমন্ত্রী৷ দোকানের বয়াম থেকে ক্যাডবেরি নিয়ে দেন স্থানীয় শিশুদের৷
advertisement
ঝাড়গ্রামে সভা সেরে বেলপাহাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানে গিয়ে স্থানীয় আদিবাসী বাসিন্দাদের ঘরে ঢুকে পড়েন মমতা৷ সেখানে বাড়ি, পানীয় জলের সংযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান স্থানীয়রা৷ সেখান থেকে ফেরার পথেই বিনপুরের এই চপের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী৷
advertisement
দোকানে ভিড় করা স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, 'জানি আপনাদের কিছু কিছু সমস্যা আছে৷ দুয়ারে সরকারের ক্যাম্পে যাবেন৷ শীতকালে বিকেল বেলায় আপনারা ফুরফুরে মেজাজে দোকানে বসে গল্প করছেন, এটাই তো আমাদের বাংলার সংস্কৃতি৷ আপনারা ভাল থাকবেন৷'
দোকান থেকে বেরনোর আগে দোকান মালিক বুদ্ধদেবের হাতে চপ এবং ক্যাডবেরির দাম বাবদ টাকা দেন মুখ্যমন্ত্রী৷ বুদ্ধদেবকে তিনি আরও বলেন, 'তোমাকে তো চপ খাওয়াতে পারলাম না, তুমি মিষ্টি খেও৷'
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'সরো দেখি', দোকানে ঢুকেই চপ ভাজতে শুরু করলেন মমতা! দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement