Mamata Banerjee: 'সরো দেখি', দোকানে ঢুকেই চপ ভাজতে শুরু করলেন মমতা! দেখুন ভিডিও

Last Updated:

দোকানের মালিক বুদ্ধদেব মহান্ত তখন চপ ভাজছিলেন৷ আচমকাই স্বয়ং মুখ্যমন্ত্রীকে দোকানে ঢুকতে দেখতে খানিক হকচকিয়ে যান বুদ্ধদেব৷

বিনপুরের দোকানে চপ ভাজলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
বিনপুরের দোকানে চপ ভাজলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
#বিনপুর: জেলা সফরে গিয়ে কখনও দিঘার চায়ের দোকানে ঢুকে নিজেই চা বানাতে শুরু করেন তিনি৷ কখনও দার্জিলিংয়ে গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে নিয়েই মোমো বানানোয় হাত লাগান৷
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে নতুন ভূমিকায় দেখা গেল ঝাড়গ্রামের বিনপুরে৷ বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম ফেরার পথে বিনপুরে হঠাৎই গাড়ি থামিয়ে রাস্তার ধারে একটি চপের দোকানে ঢুকে পড়েন মমতা৷
advertisement
দোকানের মালিক বুদ্ধদেব মহান্ত তখন চপ ভাজছিলেন৷ আচমকাই স্বয়ং মুখ্যমন্ত্রীকে দোকানে ঢুকতে দেখতে খানিক হকচকিয়ে যান বুদ্ধদেব৷ ততক্ষণে তাঁর দোকানে ভিড়ও জমে গিয়েছে৷ দোকানে ঢুকেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের উদ্দেশে বলেন, 'সরো দেখি, তোমাকে সাহায্য করি৷'
advertisement
এর পরেই উনুনের সামনে গিয়ে ঝাঝরি হাতা নিয়ে চপ ভাজতে শুরু করেন মুখ্যমন্ত্রী৷ অবাক চোখে তখন সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত সবাই৷ মুখ্যমন্ত্রীকে গরম তেলের সামনে দাঁড়িয়ে চপ ভাজতে দেখে কিছু পরামর্শ দেন বুদ্ধদেব৷ মুখ্যমন্ত্রীকে তখন বলতে শোনা যায়, 'ওরে আমি জানি, বাড়িতে রান্না করি তো৷'
চপ ভাজার পর সঙ্গে থাকা সাংবাদিক, নিরাপত্তা রক্ষী, সরকারি আধিকারিক এবং স্থানীয় বাসিন্দাদের হাতেও তুলে দেন মুখ্যমন্ত্রী৷ দোকানের বয়াম থেকে ক্যাডবেরি নিয়ে দেন স্থানীয় শিশুদের৷
advertisement
ঝাড়গ্রামে সভা সেরে বেলপাহাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানে গিয়ে স্থানীয় আদিবাসী বাসিন্দাদের ঘরে ঢুকে পড়েন মমতা৷ সেখানে বাড়ি, পানীয় জলের সংযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান স্থানীয়রা৷ সেখান থেকে ফেরার পথেই বিনপুরের এই চপের দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী৷
advertisement
দোকানে ভিড় করা স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, 'জানি আপনাদের কিছু কিছু সমস্যা আছে৷ দুয়ারে সরকারের ক্যাম্পে যাবেন৷ শীতকালে বিকেল বেলায় আপনারা ফুরফুরে মেজাজে দোকানে বসে গল্প করছেন, এটাই তো আমাদের বাংলার সংস্কৃতি৷ আপনারা ভাল থাকবেন৷'
দোকান থেকে বেরনোর আগে দোকান মালিক বুদ্ধদেবের হাতে চপ এবং ক্যাডবেরির দাম বাবদ টাকা দেন মুখ্যমন্ত্রী৷ বুদ্ধদেবকে তিনি আরও বলেন, 'তোমাকে তো চপ খাওয়াতে পারলাম না, তুমি মিষ্টি খেও৷'
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'সরো দেখি', দোকানে ঢুকেই চপ ভাজতে শুরু করলেন মমতা! দেখুন ভিডিও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement