‘আমার জন্মও মাটির বাড়িতে’, আদিবাসী গ্রামের বাসিন্দাদের খোঁজ নিয়ে বললেন মমতা

Last Updated:

কোলে তুলে নেন এক সদ্যোজাতকে৷ সেখানে তখন ভিড় করে এসেছেন এলাকার মানুষ৷ দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য৷ 

#বেলপাহাড়ি: এই ছবিতেই তিনি পরিচিত৷  তাঁকে এ ভাবেই দেখতে অভ্যস্ত মানুষ৷ তেমনই এক ভূমিকায় হঠাৎ দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম ফেরার পথে রাস্তার একাধিক জায়গায় কনভয় থামিয়ে নেমে পড়েন মুখ্যমন্ত্রী৷ কথা বলেন আদিবাসী গ্রামের বাসিন্দাদের সঙ্গে, খোঁজ নেন পরিস্থিতির৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘‘আমার মা, বাবা থাকতেন মাটির বাড়িতে৷ আমার জন্মও মাটির বাড়িতে৷ আমি জানি, মাটির বাড়ি কেমন হয়৷’’
এ দিন তিনি প্রথমে নামেন কুর্চিবনি নামে একটি গ্রামে৷ সেখানে তিনি আদিবাসী বাড়িতে ঢুকে পড়েন৷ আদিবাসী গ্রামে উন্নয়নের খোঁজ নেন তিনি৷ তিনি ওই গ্রামবাসীদের জিজ্ঞাসা করেন, ‘আপনারা কৃষক মাণ্ডিতে ধান বিক্রি করতে পারেন? কী রান্না হচ্ছে বাড়িতে? আপনারা জানেন এখন দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে৷ আপনাদের কাছে সরকারি আধিকারীকরা আসেন? এখানে চিকিৎসা ব্যবস্থা কেমন পাওয়া যাচ্ছে?’’ এই সব প্রশ্নের পরেই তিনি ওই বাড়ির সামনে বসে পড়েন৷ কোলে তুলে নেন এক সদ্যোজাতকে৷ সেখানে তখন ভিড় করে এসেছেন এলাকার মানুষ৷ দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য৷
advertisement
advertisement
আরও পড়ুন :  নিথর দেহ পুঁতে সেই জমি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে বসবাস ৪ বছর, যুবকের হত্যাকাণ্ডে ধৃত স্ত্রী ও তাঁর প্রেমিক
এর পর তিনি শিল্লা বাজারে সেখানে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললেন তিনি৷ তিনি বলেন, এখন তো বেলপাহাড়িতে ভাল পর্যটকদের আনাগোনা হচ্ছে৷ সেই পরিস্থিতিতে কী ব্যবসা বেড়েছে৷ রাস্তা ঘাট কেমন আছে, সেই খবরও নেন৷ এর পর মুখ্যমন্ত্রী পৌঁছে যান মালাবতীর জঙ্গলের পাশের একটি গ্রামে৷ সেখানে তিনি দাঁড়িয়ে পড়েন,  সেই গ্রামে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে জানান, এই গ্রামে পানীয় জলের সমস্যা রয়েছে৷ জল আনতে অনেকদূর সাধারণ মানুষকে যেতে হয়৷
advertisement
কিচ্ছুক্ষণ আগেই সভা থেকে মমতা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া বৃত্ত জুড়ে জলের সমস্যার কথা বলেছিলেন৷ এ খানে গ্রামবাসীদের মুখে তিনি কথা শোনেন৷ মমতা এর পর সকলকে তিনি আশ্বাস দেন, সমস্যা তিনি শুনেছেন৷ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়৷ আর জলের সমস্যা হবে না আশ্বাস দেন৷ বাড়ি বাড়ি যাতে পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছয়, সেই ব্যবস্থা করারও আশ্বাস দেন মমতা৷ পাশাপাশি, তিনি মন্ত্রী মানস ভুঁইয়াকেও আরও কয়েকটি পুকুর খোড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘আমার জন্মও মাটির বাড়িতে’, আদিবাসী গ্রামের বাসিন্দাদের খোঁজ নিয়ে বললেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement