Delhi Shradhha Murder Update: জেলে কম্বল গায়ে শুয়ে দিল্লির খুনে প্রেমিক, সামনে এলো সিসিটিভি ফুটেজ

Last Updated:

গ্রেফতারির পর দিল্লির সেই খুনে প্রেমিক আফতাব আমিন পুনেওয়ালা এখন দিল্লি পুলিশের হাতে বন্দি৷

জেলে শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাব৷
জেলে শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাব৷
#দিল্লি: তার কীর্তিতে স্তম্ভিত গোটা দেশ৷ বান্ধবীকে খুন করে ৩৫ টুকরো করে ফ্রিজের মধ্যে দেহ রেখে দিয়েছিল সে৷ দেহাংশের কিছুটা ফেলে দিয়েছিল জঙ্গলের ভিতরে৷
গ্রেফতারির পর দিল্লির সেই খুনে প্রেমিক আফতাব আমিন পুনেওয়ালা এখন দিল্লি পুলিশের হাতে বন্দি৷ জেলে থাকা সেই আফতাবের ছবি এবার সামনে এলো৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জেলের মেঝেতেই কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আফতাব৷
advertisement
advertisement
২৮ বছর বয়সি আফতাব যে কাণ্ড ঘটিয়েছে, তার পরে তাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ দিল্লি পুলিশ৷ কড়া নজরদারিতে রাখা হয়েছে আফতাবকে৷ আফতাবের সঙ্গে অবশ্য একই সেলে অন্য এক বন্দিকে দেখা গিয়েছে৷
advertisement
এ দিন সকালে অবশ্য আফতাবকে জেল থেকে বের করে নিয়ে গিয়েছিল পুলিশ৷ যে জঙ্গলে আফতাব বান্ধবী শ্রদ্ধার দেহাংশ ফেলে এসেছিল, তদন্তের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তাকে৷
আফতাবকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন তদন্তকারীরা৷ পুলিশকে আফতাব নিজেই জানিয়েছে, বান্ধবীকে নৃশংস ভাবে খুন করার পরেও অন্য একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল সে৷ এমন কি, ফ্রিজে বান্ধবীর টুকরো টুকরো করা দেহ ভরে রেখে পাশের ঘরেই মহিলাদের সঙ্গে যৌনতায় মেতে উঠত সে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Shradhha Murder Update: জেলে কম্বল গায়ে শুয়ে দিল্লির খুনে প্রেমিক, সামনে এলো সিসিটিভি ফুটেজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement