Dilip Ghosh: ছাত্র পড়াতেই ব্যস্ত টেট তালিকায় থাকা দিলীপ ঘোষ, বিতর্কে জড়াতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবি করেছেন, রাজনৈতিক নেতাদের নামের সঙ্গে প্রার্থীদের নাম মিলে যাওয়ার বিষয়টি নিতান্তই কাকতালীয়৷
#অর্পণ মণ্ডল এবং প্রিয়ব্রত গোস্বামী: ২০১৪ সালের টেট উত্তীর্ণদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করে হাইকোর্টে জমা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ কিন্তু সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তীর মতো রাজনৈতিক নেতাদের নাম থাকায় শুরু হয় বিতর্ক৷ তালিকায় নাম ছিল দিলীপ ঘোষেরও৷ তাও একবার নয়, দু' বার৷
এই দুই দিলীপ ঘোষের একজনের খোঁজ অবশ্য মিলল দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে৷ বারুইপুরের কল্যাণপুরের বাসিন্দা দিলীপ ঘোষ শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়েই ২০১৪ সালের টেট পরীক্ষায় বসেছিলেন৷ উত্তীর্ণ হলেও এখনও চাকরি মেলেনি৷ দিলীপ বাবু অবশ্য শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন৷ বাড়িতেই প্রাইভেট টিউশন পড়ান তিনি৷
advertisement
advertisement
সোমবার সন্ধ্যায় যখন দিলীপ বাবুর বাড়িতে পৌঁছনো গেল, তখনও তিনি ছাত্র পড়াতেই ব্যস্ত৷ যদিও নাম বিতর্কের কথা জানতেন না তিনি৷ জটিলতা কাটিয়ে চাকরি পাবেন, এই আশাতেই এখনও রয়েছেন দিলীপবাবু৷
একা দিলীপ ঘোষ নয়, ২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকায় নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও৷ যদিও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বাঁকুড়ার কেশিয়াকুল গ্রামে৷ তবে বিতর্কের আঁচ পেয়েই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি৷
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দাবি করেছেন, রাজনৈতিক নেতাদের নামের সঙ্গে প্রার্থীদের নাম মিলে যাওয়ার বিষয়টি নিতান্তই কাকতালীয়৷ এমন কি, ওই তালিকায় থাকা কয়েকজন প্রার্থীর সঙ্গে খোদ পর্ষদ সভাপতি গৌতম পালের নামও রয়েছে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2022 5:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: ছাত্র পড়াতেই ব্যস্ত টেট তালিকায় থাকা দিলীপ ঘোষ, বিতর্কে জড়াতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়