কড়া নির্দেশ হাইকোর্টের, উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
#কলকাতা: উচ্চ প্রাথমিকে অতিরিক্ত কর্মশিক্ষা শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কর্মশিক্ষা শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অতিরিক্ত ৭৫০ শূন্যপদে নিয়োগে আপাতত না বিচারপতির। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পদক্ষেপে না জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে শূন্য়পদে নিয়োগের জন্য় বিজ্ঞপ্তি জারি হয় ২০১৬ সালে। ২০১৭ সালে কর্মশিক্ষা শিক্ষক নিয়োগের বিষয়ে পরীক্ষা হয়। ২০১৮ সালে এই পরীক্ষার পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়। চলতি বছরের ১৪ ই অক্টোবর অতিরিক্ত শূন্য়পদে তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। চলতি বছরের ৩ নভেম্বর স্কুল সার্ভিস কমিশন নোটিশ দিয়ে জানায় যে ১০ এবং ১১ নভেম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং হবে।
advertisement
আরও পড়ুন, চার বছরে অনুব্রত, সুকন্যাদের অ্যাকাউন্টে জমা প্রায় ১৭ কোটি! বিপুল টাকার উৎস কী, খুঁজছে সিবিআই
advertisement
কিন্তু সেই তালিকায় নাম না থাকায় আদালতে মামলা করেছেন সোমা রায় নামে এক চাকরিপ্রার্থী। তাঁর অভিযোগ, তাঁর থেকে কম নম্বর পেয়েও চাকরি করছেন অনেকে। তাঁর দাবি, তিনি ৭২ নম্বর পেয়েও চাকরি পাননি। কিন্তু ৫৬ নম্বর পেয়েও চাকরি করেছেন আরও একজন। আদালতে নিজের করা আবেদনে সোমা রায় জানিয়েছেন, তাঁর থেকে কম নম্বর পেয়ে অন্তত ৬০ জন চাকরি করছেন।
advertisement
পুরো বিষয়টি শুনে এদিন আদালত প্রশ্ন করে, 'কীভাবে তৈরি হয়েছে এই ওয়েটিং লিস্ট। কমিশন জানে তারা স্বচ্ছ নয়।' পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও প্রকার সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে আদালত। সম্ভবত আগামী দুই দিন পরে এই মামলার শুনানি হতে পারে। যদিও কমিশন জানিয়েছে আজ তাদের অফিস বন্ধ। ফলে নিয়োগ পত্র দেওয়ার প্রশ্নই নেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 15, 2022 12:42 PM IST








