'লাভ জিহাদ যোগ হতে পারে!' শ্রদ্ধা হত্যাকাণ্ডে বিস্ফোরক ইঙ্গিত মৃতার বাবার

Last Updated:

Delhi Murder: দিল্লির এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে৷

#নয়াদিল্লি: দিল্লিতে শ্রদ্ধা হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারে লাভ জিহাদ যোগ৷ এমনটাই দাবি করলেন মৃত যুবতী শ্রদ্ধার বাবা বিকাশ৷ তিনি জানালেন, "আফতাবের সঙ্গে আমার কোনও যোগাযোগ ছিল না৷ আমার সন্দেহ হচ্ছে এই ঘটনায় লাভ জিহাদ যোগ থাকতে পারে৷ আমি আফতাবের ফাঁসির দাবি করছি৷ দিল্লি পুলিশের উপর ভরসা আছে৷ তদন্ত সঠিক পথেই এগোচ্ছে৷ শ্রদ্ধা চলে যাওয়ার পরে আমার সঙ্গে আর কথা বলতেন না৷ তবে ওঁর কাকার সঙ্গে মাঝে মধ্যে কথা বলতেন৷"
ইতিমধ্যে দিল্লির এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে৷ বিষয়টিতে এবার লাভ জিহাদ তত্ত্ব এনে সুর চড়িয়েছেন বিজেপিও৷ বিজেপি বিধায়ক রাম কাদামও এই হত্যাকাণ্ডের পিছনে লাভ জিহাদের অভিযোগ এনেছেন৷ পুলিশি জেরাতেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে অফতাব৷
advertisement
advertisement
২০১৯ সালে একটি ডেটিং অ্যাপের মারফত শ্রদ্ধার সঙ্গে আলাপ হয় অফতাবের৷ অভিযোগ শুধু মাত্র শ্রদ্ধা নয়, আরও অনেক যুবতীর সঙ্গে যোগাযোগ রাখত আফতাব৷ এমনকী শ্রদ্ধাকে খুন করে টুকরো টুকরো করার পরেও নতুন এক গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসেছিল সে৷ জানা গিয়েছে, শ্রদ্ধাকে নিয়ে দিল্লির একটি ফ্ল্যাটে থাকত আফতাব৷ খুনের পরে গুগল করে সে৷ কীভাবে দেহ লোপাট করতে হয় সেই সব সম্পর্কে জানতেই গুগল করে সে৷ তারপরে দেহটি ৩৫টি টুকরো করে৷ সেই টুকরো গুলি ১৮ দিন ধরে বিভিন্ন জায়গায় ফেলে দিত অফতাব৷ এমনকী বাড়ি থেকে রক্তের দাগ সরাতে বিশেষ রাসায়ানিক ব্যবহার করে অফতাব৷
advertisement
শ্রদ্ধার সঙ্গে প্রায় ২ মাস ফোনে যোগাযোগ করতে পারেননি বেশ কয়েকজন বন্ধু৷ এর পরেই শ্রদ্ধার বাবার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা৷ তখনই শ্রদ্ধার বাবা পুলিশের কাছে মিসিং ডায়েরি দায়ের করেন৷ সেই ঘটনার তদন্তে নেমেই আফতাবকে জেরা করে পুলিশ৷ সূত্রের খবর, টানা জেরার ভেঙে পড়ে অবশেষে শ্রদ্ধাকে নৃশংস ভাবে হত্যার খবর স্বীকার করে নেয় আফতাব৷
বাংলা খবর/ খবর/দেশ/
'লাভ জিহাদ যোগ হতে পারে!' শ্রদ্ধা হত্যাকাণ্ডে বিস্ফোরক ইঙ্গিত মৃতার বাবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement