Suvendu Adhikari: বিরোধী দলনেতার সভা দেখে তৃণমূলের ভয়! শুভেন্দুর দাবিতে তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Suvendu Adhikari: পুলিশ সভার অনুমতি না দিলেও বর্ধমানে গেলেন শুভেন্দু, সেখানে কী বললেন তিনি?
#বর্ধমান: বর্ধমানে সভার দিন ঘোষণা করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বর্ধমানে কলিগ্রামে সভা হওয়ার কথা ছিল তার। প্রশাসন সেই সভার অনুমতি বাতিল করে। বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে এসে শুভেন্দু অধিকারী বলেন, ৮ জানুয়ারি বর্ধমানে গ্রামীণ এলাকায় সভা হবে। প্রশাসন অনুমতি না দিলে উচ্চ আদালত থেকে অনুমতি নিয়ে এসে সভা করব।
বর্ধমানের সভার অনুমতি না মিললেও তিনি আজ বর্ধমানে যাবেন এবং সভা বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের কাছে তাঁর বক্তব্য তুলে ধরবেন বলে কলকাতায় জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানে বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে আসেন তিনি। এখানে পৌঁছে প্রথমে প্রায় আধ ঘন্টা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
advertisement
advertisement
সেখানে নথিপত্র হাতে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,সভার অনুমতি চেয়ে দশবার চিঠি চালাচালি হয়েছে। প্রতি ক্ষেত্রেই নিরাপত্তার দোহাই দিয়ে পুলিশ সভার অনুমতি বাতিল করেছে। শুধু দেওয়ানদিঘি থানার কলিগ্রামেই নয়,শক্তিগড় থানা এলাকাতেও সভা করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তার সমস্যার কথা জানিয়ে সেই অনুমতি বাতিল করা হয়েছে। তিনি বলেন, গত ছ মাস ধরেই বিরোধী দলনেতাকে রাজ্যের কোথাও সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশের উদাহরণ তুলে বলেন, অগণতান্ত্রিক দেশগুলোতেও এমনটি হচ্ছে না যা এ রাজ্যের শাসক দল করছে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ নেই। পুলিশ দিয়ে রাজ্য চালানো হচ্ছে। বিরোধী দলনেতার সভায় ভিড় দেখে ভয় পেয়ে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।সে জন্যই বিরোধী দলনেতাকে সভা করতে দেওয়া হচ্ছে না।
advertisement
আরও পড়ুন: 'বড়' দায়িত্বে রাজীব বন্দ্যোপাধ্যায়! ত্রিপুরা বিধানসভা ভোটের মুখে রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল
এরপরই শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জের সঙ্গে বর্ধমানের সভার দিন ঘোষণা করেন। তিনি জানান, আগামী ৮ জানুয়ারি বর্ধমানের গ্রামীণ এলাকায় সভা করব। উচ্চ আদালতের অনুমতি নিয়ে সেই সভা হবে। প্রয়োজনে ২ জানুয়ারি আদালত খুললেই দলের জেলা সভাপতি এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 1:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: বিরোধী দলনেতার সভা দেখে তৃণমূলের ভয়! শুভেন্দুর দাবিতে তুমুল শোরগোল