Sundarbans News: বাঘের আক্রমণে জখম সুন্দরবনের লক্ষিন্দর! ৪ বছরে মেলেনি কোনও সরকারি সাহায্য, তীর্থের কাকের মতো চেয়ে অসহায় পরিবার
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Sundarbans News: চার বছর আগে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন কুলতলি বাসিন্দা লক্ষিন্দর সাফুই। প্রাণের বেঁচে গেলেও গুরুতর জখম তিনি। এখনও পর্যন্ত লক্ষিন্দরের কাছে পৌঁছয়নি কোন সরকারি সাহায্য।
সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: সুন্দরবনের গভীর জঙ্গলে প্রতিমুহূর্তে ওত পেতে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে পা রাখা মানে মৃত্যুর জঙ্গলে পা রাখা। সুন্দরবনে প্রবেশ করা এলাকাবাসীদের নজরে রাখে ডোরাকাটার চোখ। সুযোগ পেলেই আক্রমণ। ডোরাকাটার আক্রমণের হাত থেকে প্রাণে বাঁচার সংখ্যা অনেকটাই কম। কিন্তু যারা প্রাণে বেঁচেছে তারা আর স্বাভাবিক জীবন যাপনের মধ্যে ফিরে আসতে পারেনি।
সুন্দরবন মানেই বিপদ। ওলিতে গলিতে বিপদ লুকিয়ে রয়েছে। কিন্তু বিপদ জেনেও প্রতিদিন সুন্দরবনের গভীর জঙ্গলে জীবন জীবিকার টানে এলাকাবাসীরা জঙ্গলে যায়। মূলত সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষদের জীবন জীবিকার অন্যতম মাধ্যম হল জঙ্গল থেকে মধু সংগ্রহ করা এবং সুন্দরবনের নদীতে মাছ ধরা। এভাবেই জীবন যুদ্ধে প্রতিদিন সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে লড়াই চালায় সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষেরা।
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়া পর্যটনে নতুন আকর্ষণ! অযোধ্যা পাহাড়ে ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রের উদ্বোধন, বাড়ি নিয়ে যেতে পারবেন জঙ্গলমহলের স্বাদ-গন্ধ
গত চার বছর আগে সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন কুলতলি বিধানসভার দেউলবাড়ি গ্রামের বাসিন্দা লক্ষিন্দর সাফুই। মূলত সুন্দরবন থেকে মধু সংগ্রহ এবং মাছ ধরে চলে লক্ষিন্দরের জীবন। সংসারে অভাব অনটন কমানোর জন্য লক্ষিন্দরকে প্রতিটা দিনই বিপদের সম্মুখীন হতে হয়। তেমনই চার বছর আগে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে শিকার হন তিনি। প্রাণের বেঁচে গেলেও বাঘের আক্রমণে গুরুতর জখম লক্ষিন্দর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডেকোরেশন ব্যবসা শুরু করবেন ভাবছেন! টাকিতে বিরাট মেলায় আয়োজন, এক ছাদের তলায় পাইকারি মূল্যে পেয়ে যাবেন সব সামগ্রী
বেশ কয়েক মাস কলকাতায় চিকিৎসাধীন থাকতে হয়েছিল তাকে। কিছুটা সুস্থ হয়ে লখিন্দর বাড়িতে পৌঁছলে চলাফেরা শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছেন। আর আগের মতো চলাফেলা করতে পারেন না। পরিবারের অভাব দূর করার জন্য সংসার চালানোর দায়িত্ব কাঁধে নেন লখিন্দরের স্ত্রী কমলা। পাঁচ জনের পরিবার তাদের। কমলা প্রতিদিন জমিতে দিন মজুরের কাজ করে সংসার চালান। অবসর সময়ে বিড়ি বেঁধে সংসার চালাতে হয় লখিন্দর স্ত্রীর কমলাকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখনও পর্যন্ত লক্ষিন্দরের কাছে পৌঁছয়নি কোন সরকারি সাহায্য। সরকারি সাহায্যের প্রতিশ্রুতি সার কেবলমাত্র। এখনও এক চিলতে কুঁড়েঘরে লক্ষিন্দরের হতদরিদ্র পরিবার বাস করে। আবাস যোজনার ঘর থেকেও বঞ্চিত লখিন্দর।
এ বিষয়ে আক্ষেপের সুরে লক্ষিন্দর জানান, ‘সেদিন বাঘের আক্রমণে মারা গেলেই ভাল হতো। তাহলে সরকারি ক্ষতিপূরণ আমার পরিবার পেতো। দীর্ঘ চার বছর ধরে কোন সরকারি সাহায্য আমরা পাইনি। আবাস যোজনার বাড়ি দেওয়ার কথা কিন্তু সেই বাড়ি এখনও পর্যন্ত পাইনি আমরা। আমার স্ত্রী দিনমজুর করে এই সংসার চালাচ্ছে।’ সরকারি সাহায্যের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে লক্ষিন্দরের পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 09, 2026 9:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarbans News: বাঘের আক্রমণে জখম সুন্দরবনের লক্ষিন্দর! ৪ বছরে মেলেনি কোনও সরকারি সাহায্য, তীর্থের কাকের মতো চেয়ে অসহায় পরিবার









