Sundarban Pollution : এইভাবে চলতে থাকলে সুন্দরবনের ম্যানগ্রোভ 'ইতিহাস' হতে সময় লাগবে না! যা চলছে, দেখে ঘাম ঝড়ছে পরিবেশ বিশেষজ্ঞদের

Last Updated:

Sundarban Pollution : কলকাতার বর্জ্য পৌঁছচ্ছে সুন্দরবনে। অতিমাত্রায় দূষিত জল ম্যানগ্রোভের গায়ে লেগে তাদের শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। দীষণ বাড়ছে ম্যানগ্রোভের জঙ্গলে। 

+
বিদ্যাধরীর

বিদ্যাধরীর তীরে ম্যানগ্রোভ

সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: কলকাতার বর্জ্য পৌঁছচ্ছে সুন্দরবনে। দূষণে হাঁসফাঁস প্রকৃতি। কলকাতা মহানগরের কর্পোরেশনের নোংরা বর্জ্যজল বাগজোলা খাল পেরিয়ে সরাসরি পৌঁছে যাচ্ছে বিদ্যাধরী নদীতে। সেই নদীর জলে মিশে ধীরে ধীরে এই দূষণ ছড়িয়ে পড়ছে সুন্দরবনের অভ্যন্তরে। ফলস্বরূপ বিপন্ন হয়ে পড়ছে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য।
অতিমাত্রায় দূষিত জল ম্যানগ্রোভের গায়ে লেগে তাদের শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। গাছগুলি দুর্বল হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রেই মারা যাচ্ছে। নদীর জলে পচা বর্জ্য আর রাসায়নিক মিশে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। কমে যাচ্ছে জলের অক্সিজেনের মাত্রা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ, চিংড়ি, কাঁকড়ার মতো নদীজ প্রাণীরা। বিদ্যাধরী নদীর জলে জমে থাকা এই বর্জ্য কচুরিপানার অস্বাভাবিক বৃদ্ধিকেও উস্কে দিচ্ছে।
advertisement
advertisement
ঘন কচুরিপানায় নদীর প্রবাহ বন্ধ হয়ে পড়ছে, সূর্যের আলো জলে পৌঁছচ্ছে না। ফলে পুরো জলজ বাস্তুতন্ত্র ধীরে ধীরে নিঃশেষের পথে। সুন্দরবন বিষয়ক গবেষক ড. অনিমেষ মণ্ডল সতর্ক করে বলেছেন, এই দূষণ যদি এখনই রোধ না করা যায়, তাহলে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য চরম বিপদের মুখে পড়বে। উল্লেখ্য, সুন্দরবনের ম্যানগ্রোভ শুধু প্রকৃতির শোভা নয়, এটি উপকূলের প্রাকৃতিক রক্ষাকবচ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে ধ্বংস নেমে আসে, তার প্রথম আঘাত নেয় এই ম্যানগ্রোভ বন। কিন্তু শহরের অবহেলিত নিকাশিনালা আর নোংরা জল আজ সেই সবুজ ঢালকেই নিঃশেষ করে দিচ্ছে। এখনই প্রয়োজন কঠোর পদক্ষেপ। দূষণ রোধে কার্যকর উদ্যোগ, বর্জ্যজল পরিশোধনের ব্যবস্থা, নদী ও খালের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রয়োজন রয়েছে। আর মানুষের সচেতনতা দরকার। নইলে আগামী প্রজন্ম হয়ত শুধুই ইতিহাসের বইয়ে পড়বে সুন্দরবনের সেই অনন্য ম্যানগ্রোভ অরণ্যের গল্প।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban Pollution : এইভাবে চলতে থাকলে সুন্দরবনের ম্যানগ্রোভ 'ইতিহাস' হতে সময় লাগবে না! যা চলছে, দেখে ঘাম ঝড়ছে পরিবেশ বিশেষজ্ঞদের
Next Article
advertisement
Burdwan News: টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
  • তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করল এক যুবক! আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

VIEW MORE
advertisement
advertisement