Hasnabad Driniking Water Crisis: পাইপ বসানো লোক দেখানো! মিলছে না জল, চরম সমস্যায় হাসনাবাদের বাসিন্দারা

Last Updated:

Hasnabad Driniking Water Crisis: হাসনাবাদে পানীয় জলের চরম সংকট। লবণাক্ত জলে নাকাল হাজারও মানুষ। জল জীবন মিশন প্রকল্পেও মিলছে না সমাধান 

+
জলের

জলের খোঁজে পাড়ি

উত্তর ২৪ পরগনা: সুন্দরবনের হাসনাবাদে পানীয় জলের চরম সংকট। লবণাক্ত জলে নাকাল হাজারও মানুষ। দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের চকপাটলি মহিশপুকুর এলাকা। এখানকার মানুষের কাছে প্রতিদিন জল সংগ্রহ একটি যুদ্ধের সমান। মূলত এই অঞ্চলের টিউবওয়েলের জল এতটাই লবণাক্ত হয়ে পড়েছে যে তা পান করা তো দূরের কথা, রান্না বা দৈনন্দিন কাজেও ব্যবহার করা যাচ্ছে না।
উত্তর ২৪ পরগনার ওই এলাকার স্থানীয় এক বাসিন্দা বলেন, “টিউবওয়েলের জল চেখে দেখারও উপায় নেই, এমন লবণাক্ত যে শরীর খারাপ করে যায়। খাওয়ার জল আনতে প্রায় সাত কিলোমিটার দূরে সরকারি ট্যাপ কলের কাছে যেতে হয়। সেখানে আবার লম্বা লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা।”
advertisement
advertisement
অনেকে জানাচ্ছেন, বাইসাইকেল, মোটরবাইক কিংবা গাড়ি ভাড়া করে জল আনতে হচ্ছে। কেউ কেউ দিনের অর্ধেকটাই জল সংগ্রহে ব্যয় করছেন। যদিও সরকারি ‘জল জীবন মিশন’ প্রকল্পের অধীনে এই এলাকায় বেশ কিছু মাস আগেই পাইপলাইন বসানো হয়েছে, তবু এখনও পর্যন্ত এক ফোঁটা জলও পাননি স্থানীয়রা। মানুষ জানাচ্ছেন, পাইপ বসানো হলেও তা শুধু ‘দেখানোর জন্য’। জল সরবরাহ চালু হয়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই জলের অভাবের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এলাকার নারী ও শিশুদের উপর। সকাল থেকে দুপুর পর্যন্ত জল আনার দায়িত্বে থাকতে হচ্ছে বাড়ির পুরুষ থেকে মহিলাদের উপর। অনেক সময় শিশুরাও এই কাজ করতে বাধ্য হচ্ছে, ফলে পড়াশোনায় প্রভাব পড়ছে। চকপাটলি মহিশপুকুরের মানুষদের দাবি, অবিলম্বে এই সংকটের সমাধান করা হোক। জল জীবন মিশনের পাইপলাইন যেন বাস্তবে কার্যকর হয় এবং প্রত্যেক বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছানো যায়—এই দাবিতে তাঁরা একাধিকবার প্রশাসনের কাছে দরবার করেছেন। কিন্তু ফলাফল এখনও শূন্য।
advertisement
পানীয় জল একটি মৌলিক অধিকার, যা ছাড়া জীবন অচল। তবুও ২১শ শতকের ডিজিটাল ভারতের প্রান্তিক সুন্দরবন অঞ্চলে আজও হাজারও মানুষ প্রতিদিন হেঁটে জল আনতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে জনস্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মান আরও অবনতির দিকে যেতে পারে।
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hasnabad Driniking Water Crisis: পাইপ বসানো লোক দেখানো! মিলছে না জল, চরম সমস্যায় হাসনাবাদের বাসিন্দারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement