BJP in Birbhum: অনুব্রত নেই, সুযোগ কাজে লাগাতে মরিয়া বিজেপি, শুভেন্দুর পর আজ বীরভূমে সুকান্তর কর্মসূচি
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
BJP in Birbhum: বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা কার্যত মাটি কামড়ে বীরভূমে পড়ে থাকলেও নিজেদের রাজনৈতিক জমি কতটা শক্ত করতে পেরেছে পদ্ম শিবির তার উত্তর মিলবে আগামী দিনেই, তবে চিন্তা 'নড়বড়ে' সংগঠন।
কলকাতা: বিজেপির নজরে অনুব্রতর জেলা। শুভেন্দু অধিকারীর পর আজ, বুধবার বীরভূমে রাজনৈতিক কর্মসূচি সুকান্ত মজুমদারের। 'অনুব্রতহীন' বীরভূমে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করার লক্ষ্যে মরিয়া পদ্ম শিবির। গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার পর থেকেই ঘনঘন বীরভূমে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে।
সাংগঠনিক বৈঠক থেকে পথে নেমে আন্দোলন, কোনও কিছুই বাদ দিচ্ছে না বঙ্গ বিজেপি। সংখ্যালঘু অধ্যুষিত মুরারইয়ে শুভেন্দু অধিকারীর সভার রেশ কাটতে না কাটতেই এবার সুকান্ত মজুমদার ময়দানে। আজ বীরভূমের লাভপুরে মূলত শাসকদলের নানান দুর্নীতির অভিযোগের ইসুকে হাতিয়ার করে প্রতিবাদ মিছিল ও সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, সামনেই পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। তার আগে সংখ্যালঘুদের পাশাপাশি বীরভূমের মানুষের মন পেতে এখন মরিয়া গেরুয়া শিবির।
advertisement
advertisement
গরু পাচার মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে 'অনুব্রতহীন' বীরভূমে রাজনৈতিক চাপ তৈরির কৌশল নিচ্ছে বিজেপি। এমনই মত ওয়াকিবহাল মহলের। যদিও সংগঠন মজবুত করার ক্ষেত্রে পদ্ম শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বও অন্যতম চিন্তার কারণ এখন। রাজ্যজুড়ে বিজেপি যে বুথ সশক্তিকরণ অভিযান শুরু করেছে, তাতেও বীরভূম এবং বোলপুর, বিজেপির এই দুই সাংগঠনিক জেলাতেও বিশেষ সাড়া মেলেনি বলে রাজ্য বিজেপি দফতরে বার্তা এসেছে বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
কিছু দিন আগে দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের নেতৃত্বে বীরভূমে যে সাংগঠনিক বৈঠক হয়েছিল সেখানেও এই নিয়ে আলোচনা হয় বলে খবর। বীরভূম প্রশাসনিক জেলার ১১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুবরাজপুর কেন্দ্রটিই একমাত্র বিজেপির দখলে। অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পর থেকে নানা ভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য বীরভূমে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়মিত পালন করে গেলেও এখনও সংগঠন যে নড়বড়েই তা মানছেন দলের একাংশই। কিন্তু কেন? বিজেপি নেতাদের সাফাই, 'অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছেন ঠিকই। কিন্তু বীরভূমে তৃণমূলের সন্ত্রাস কমেনি। জেলাজুড়ে ব্যাপক সন্ত্রাস চলছে'। তাই এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা কার্যত মাটি কামড়ে বীরভূমে পড়ে থাকলেও নিজেদের রাজনৈতিক জমি কতটা শক্ত করতে পেরেছে পদ্ম শিবির তার উত্তর মিলবে আগামী দিনেই।
advertisement
Venketeswar Lahiri
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 7:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP in Birbhum: অনুব্রত নেই, সুযোগ কাজে লাগাতে মরিয়া বিজেপি, শুভেন্দুর পর আজ বীরভূমে সুকান্তর কর্মসূচি