Hooghly News: ‘সর্বনাশের মাথায় বাড়ি’ আকাশ থেকে ভেঙে পড়ল প্লেন ! তোলপাড়
- Published by:Debalina Datta
Last Updated:
Hooghly News: হিন্দমোটরে আকাশ থেকে ভেঙে পড়ল বিমান ! সোমবার বিকেলে এমনটাই ভেবে ছিল সেখানকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ ! মানুষজন নিজেদের ছাদে উঠে মোবাইলে ক্যামেরা বন্দি করে সেই দৃশ্য।
হুগলি: হিন্দমোটরে আকাশ থেকে ভেঙে পড়ল বিমান ! সোমবার বিকেলে এমনটাই ভেবে ছিল সেখানকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ ! মানুষজন নিজেদের ছাদে উঠে মোবাইলে ক্যামেরা বন্দি করে সেই দৃশ্য। তবে মজার বিষয় যাকে উড়োজাহাজ ভেবেছিল সেটি আসলে ড্রোন। তবে এত বড় ড্রোনই বা কি করছিল হিন্দমোটরের আকাশে ! গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
যাকে উড়োজাহাজ ভেঙে ফেলেছিল হিন্দমোটরের মানুষজন সেটি আসলে বিশাল আকৃতির ড্রোন। সম্প্রতি একটি বেসরকারি সংস্থা ড্রোনের মারফত ওষুধ সাপ্লাই করার ব্যবস্থা করেছিল। সেই মতন হিন্দ মোটরের একটি বেসরকারি ওষুধের দোকান সেখানে ওষুধ পাঠানোর কথা হয়েছে। সেই কারণেই হাওড়া থেকে ট্রায়াল রান করার জন্য ড্রোনটিকে পাঠানো হয়েছিল হিন্দমোটরে। কিন্তু সচরাচর এত বিশাল আকৃতির ড্রোন মানুষজন না দেখে থাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
আরও পড়ুন - Navapancham Rajyoga Effect: অপেক্ষার অবসান, ৩০০ বছর বাদে তৈরি এই যোগে তুমুল উন্নতি, হোন মালামাল
advertisement
স্থানীয় এক বাসিন্দা বলেন, তিনি প্রথমে ভেবেছেন আকাশ থেকে প্লেন ভেঙে পড়েছে ! সেই কারণে তড়িঘড়ি ঘটনাস্থলের দিকে তিনি পৌঁছান। ঘটনার চাঞ্চল ও এতটাই ছড়ায় খবর পৌঁছায় উত্তরপাড়া থানার কাছে। উত্তরপাড়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন - South Bengal Weather Alert: চড়চড়িয়ে চল্লিশ, নাভিশ্বাস সাধারণ মানুষ, আরও কতদিন তাপের দাপট
ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ পৌঁছে, ড্রোনের অফিসিয়াল কাগজপত্র তদারকি করেন। ড্রোনটি সমস্ত আইন মেনে চালানো হচ্ছে কিনা সেদিকে নজর ছিল পুলিশের। তবে পরবর্তীতে সমস্ত কিছু সঠিক থাকায় কাগজপত্র দেখা হয়ে গেলে তা উপযুক্ত মালিকদের হাতে ফিরিয়ে দেন উত্তরপাড়া থানার পুলিশ।
advertisement
ঘটনার পর সোমবার সন্ধ্যা থেকে রোটে যায় হিন্দ মোটরে আকাশ থেকে প্লেন ভেঙে পড়েছে। তবে সেটি প্লেন নয় ড্রোন। তবে টা ভেঙে পরে নি ড্রোনটির গন্তব্যস্থল হিন্দমটর ছিল তাই সেটিকে সেখানেই নামানো হয়।
রাহী হালদার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2023 12:23 PM IST