Sujata Mondal: লক্ষ্মীর ভাণ্ডারই মাস্টারস্ট্রোক! কী ঘটতে চলেছে? সুজাতার প্রচারে বড় চমক

Last Updated:

Sujata Mondal: প্রতিদিনই মহিলাদের ভিড় চোখে পড়ার মতো! এবার ভোট প্রচারে এসে চাঞ্চল্যকর কথা বললেন সুজাতা মণ্ডল! জানুন

+
সুজাতা

সুজাতা মন্ডল

বাঁকুড়া: সুজাতার অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডার। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে মহিলাদের কেন্দ্রবিন্দু করে, লক্ষ্মীর ভাণ্ডারকে প্রচারের মুখ্য ভূমিকায় রেখে শেষ দফার নির্বাচনী প্রচার ছাড়ছেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। শুক্রবার বিষ্ণুপুর লোকসভার পাত্রসায়র ব্লকে নির্বাচনী প্রচারে বেশ হাসিখুশি দেখা গেল তৃণমূল প্রার্থীকে। ফুল ছুড়ে,মালা পরিয়ে মহিলারা সক্রিয় যোগদান করেন এই মিছিলে। মিছিলের পুরোটা জুড়েই ছিল শুধু মহিলাদের ভিড়। সঙ্গে প্রধান সাবজেক্ট ,”লক্ষ্মীর ভাণ্ডার”।
দুই দিন আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করে দেওয়া মাস্টার স্ট্রোক বলেছেন সুজাতা মণ্ডল। এছাড়াও তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বলের পর বল ছক্কা হাঁকাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার পাত্রসায়রে সুজাতা মণ্ডল জানান, “বিষ্ণুপুর লোকসভার পাত্রসায়ের ব্লক, এখানে মহা মিছিলের আয়োজন করেছিল ব্লক প্রশাসন। যেখানে শত শত মহিলা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন। মানুষের আশীর্বাদ এবং মহিলাদের স্বতঃস্ফূর্ত যোগদান বুঝিয়ে দেয় তারা নিজেদের ভুল সংশোধন করতে চান।”
advertisement
advertisement
সৌমিত্র এবং সুজাতাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক তরজা। একে অপরকে কটাক্ষ করে বক্তব্য রাখতেও শোনা যাচ্ছে দুই প্রার্থীকে। তবে রাজনৈতিক কটাক্ষের চেয়েও প্রচারের নতুনত্ব বেশি গুরুত্ব পাচ্ছে বলেই দেখা যাচ্ছে। সুজাতা মণ্ডলের মৌলিক প্রচার ধারা নজর কাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পায় প্রতিদিনই। চতুর্থ দফার নির্বাচনের পর পঞ্চম দফা আর তার পরই ২৫ মে বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভায় চূড়ান্ত নির্বাচন। হাতে গোনা কয়েকটা দিন থাকায় প্রচার ধারা আরও তীব্র থেকে তীব্রতর হবে বলেই অনুমান করা যাচ্ছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sujata Mondal: লক্ষ্মীর ভাণ্ডারই মাস্টারস্ট্রোক! কী ঘটতে চলেছে? সুজাতার প্রচারে বড় চমক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement