Summer Tips-Cooler: এসির মতো ঠান্ডা হবে ঘর! বিদ্যুতের বিলও আসবে নাম মাত্র! কুলার চালানোর সময় করুন এই ছোট্ট কাজ

Last Updated:
Summer Tips-Cooler: কুলার চালাতে গিয়ে এই ভুল করবেন না। জেনে নিন এই সহজ উপায়! কনকনে ঠান্ডা হাওয়া সঙ্গে সুগন্ধে ভরবে ঘর! জানুন
1/7
গ্রীষ্মের দাপট ক্রমেই বাড়ছে। মে মাসে পরিস্থিতি আরও খারাপ দিকে যাচ্ছে। আর এহেন তীব্র গরমের মোকাবিলা করার জন্য আজকাল এসি অপরিহার্য হয়ে পড়েছে। তবে প্রত্যেকের এসি কেনার সামর্থ্য থাকে না। ফলে ফ্যানের উপরেই ভরসা করেন তাঁরা। তবে অনেকেই গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে আজকাল কিনে নিচ্ছেন কুলার। photo source collected 
গ্রীষ্মের দাপট ক্রমেই বাড়ছে। মে মাসে পরিস্থিতি আরও খারাপ দিকে যাচ্ছে। আর এহেন তীব্র গরমের মোকাবিলা করার জন্য আজকাল এসি অপরিহার্য হয়ে পড়েছে। তবে প্রত্যেকের এসি কেনার সামর্থ্য থাকে না। ফলে ফ্যানের উপরেই ভরসা করেন তাঁরা। তবে অনেকেই গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে আজকাল কিনে নিচ্ছেন কুলার। photo source collected 
advertisement
2/7
কিন্তু কুলারও যে কাঙ্ক্ষিত স্বস্তি দিচ্ছে তা নয়, গরমের মধ্যেই অনেক সময় উত্তপ্ত বাতাস নিক্ষেপ করছে কুলার। এতে স্বস্তির বদলে হচ্ছে অসুবিধা। এখন প্রশ্ন হল, যে কুলার থেকে ঠান্ডা বাতাস পাওয়ার জন্য কী কী করা উচিত? photo source collected 
কিন্তু কুলারও যে কাঙ্ক্ষিত স্বস্তি দিচ্ছে তা নয়, গরমের মধ্যেই অনেক সময় উত্তপ্ত বাতাস নিক্ষেপ করছে কুলার। এতে স্বস্তির বদলে হচ্ছে অসুবিধা। এখন প্রশ্ন হল, যে কুলার থেকে ঠান্ডা বাতাস পাওয়ার জন্য কী কী করা উচিত? photo source collected 
advertisement
3/7
সাধারণত দেখা যায়, কুলার চালাতে গিয়ে ছোটখাটো ভুল করে ফেলেন ব্যবহারকারীরা। আর সেই কারণেই সেখান থেকে নির্গত হয় গরম হাওয়া, এমনকী কখনও কখনও দুর্গন্ধও বেরোতে শুরু করে। তা-ই নয়, কুলারের পাখা থেকে ধুলাবালি আসারও আশঙ্কা থাকে। photo source collected 
সাধারণত দেখা যায়, কুলার চালাতে গিয়ে ছোটখাটো ভুল করে ফেলেন ব্যবহারকারীরা। আর সেই কারণেই সেখান থেকে নির্গত হয় গরম হাওয়া, এমনকী কখনও কখনও দুর্গন্ধও বেরোতে শুরু করে। তা-ই নয়, কুলারের পাখা থেকে ধুলাবালি আসারও আশঙ্কা থাকে। photo source collected 
advertisement
4/7
আসলে কুলার চালানো সময় অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহারকারীরা একইসঙ্গে এর পাম্প এবং ফ্যান চালু করে দেন। আর এমনটা হলে যেটা ঘটে সেটাই দেখে নেওয়া যাক। photo source collected 
আসলে কুলার চালানো সময় অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহারকারীরা একইসঙ্গে এর পাম্প এবং ফ্যান চালু করে দেন। আর এমনটা হলে যেটা ঘটে সেটাই দেখে নেওয়া যাক। photo source collected 
advertisement
5/7
এদিকে ঘাস দীর্ঘ সময় ধরে শুষ্ক হয়ে থাকে। ফলে পাম্পটি চালু করার সঙ্গে সঙ্গেই তার উপর জল পড়তে থাকে। আর একসঙ্গে কুলারের ফ্যান চালু করলেই সামনের দিক থেকে যে হাওয়া আসে, তা শুরুর দিকে বেশ গরম থাকে। আর এখানেই শেষ নয়, হাওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত গন্ধও আসতে থাকে। এছাড়া কুলারের ফ্যান এবং পাম্প একসঙ্গে চালু করলে দ্রুত ধুলোবালি আসার আশঙ্কাও থেকে যায়। photo source collected 
এদিকে ঘাস দীর্ঘ সময় ধরে শুষ্ক হয়ে থাকে। ফলে পাম্পটি চালু করার সঙ্গে সঙ্গেই তার উপর জল পড়তে থাকে। আর একসঙ্গে কুলারের ফ্যান চালু করলেই সামনের দিক থেকে যে হাওয়া আসে, তা শুরুর দিকে বেশ গরম থাকে। আর এখানেই শেষ নয়, হাওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত গন্ধও আসতে থাকে। এছাড়া কুলারের ফ্যান এবং পাম্প একসঙ্গে চালু করলে দ্রুত ধুলোবালি আসার আশঙ্কাও থেকে যায়। photo source collected 
advertisement
6/7
ঠান্ডার সঙ্গে বাতাসেও ছড়িয়ে পড়বে সুগন্ধ: কেউ যদি কুলার চালু করার সঙ্গে সঙ্গেই ঠান্ডা বাতাস চান, তাহলে তাকে একটি সহজ কাজ করতে হবে। সেটা কী? photo source collected 
ঠান্ডার সঙ্গে বাতাসেও ছড়িয়ে পড়বে সুগন্ধ: কেউ যদি কুলার চালু করার সঙ্গে সঙ্গেই ঠান্ডা বাতাস চান, তাহলে তাকে একটি সহজ কাজ করতে হবে। সেটা কী? photo source collected 
advertisement
7/7
যখনই কুলার চালু করা হবে, প্রথমে ৪-৫ মিনিট সময়ের জন্য পাম্প চালু রাখতে হবে। কুলারের ঘাস যতক্ষণ না পুরোপুরি ভিজছে, ততক্ষণ পাম্পটি চালিয়ে রাখতে হবে। এরপর ঘাস সম্পূর্ণ রূপে ভিজে গেলে তবেই কুলারের ফ্যানটি চালু করতে হবে। আসলে যখন ফ্যানের থেকে বাতাসটা টেনে নেবে, তখন তা সামনে দিয়ে শীতল এবং সুগন্ধি বাতাস নিক্ষেপ করবে। photo source collected 
যখনই কুলার চালু করা হবে, প্রথমে ৪-৫ মিনিট সময়ের জন্য পাম্প চালু রাখতে হবে। কুলারের ঘাস যতক্ষণ না পুরোপুরি ভিজছে, ততক্ষণ পাম্পটি চালিয়ে রাখতে হবে। এরপর ঘাস সম্পূর্ণ রূপে ভিজে গেলে তবেই কুলারের ফ্যানটি চালু করতে হবে। আসলে যখন ফ্যানের থেকে বাতাসটা টেনে নেবে, তখন তা সামনে দিয়ে শীতল এবং সুগন্ধি বাতাস নিক্ষেপ করবে। photo source collected 
advertisement
advertisement
advertisement