লকডাউনের মধ্যে হঠাৎ বিকট বোমার শব্দ! ভগবানপুরে চাঞ্চল্য
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
ভগবানপুরের এক ব্যক্তির বাড়ির পেছনের ঝোপঝাড় থেকেই উদ্ধার হয় ১৫৩ টি তাজা বোমা।
#ভগবানপুর: ভগবানপুরের গুড়গ্রামে কেলেঘাই নদীর ধারে আজ বিকট শব্দে তাজা বোমা ফাটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে! বোম ফাটার শব্দে চমকে ওঠেন নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন। এদিন ভগবানপুরের ঝোপ থেকে উদ্ধার হওয়া তাজা বোমগুলিকে নিষ্ক্রিয় করতেই আজ নদীর ধারে গর্ত খুঁড়ে তার মধ্যে ড্রাম ভর্তি তাজা বোমগুলিকে ঢুকিয়ে ফাটানো হয়।
ভগবানপুরের এক ব্যক্তির বাড়ির পেছনের ঝোপঝাড় থেকেই উদ্ধার হয় ১৫৩ টি তাজা বোমা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে।
জানা গেছে, বোম মজুত আছে খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। ভগবানপুরের লালপুর এলাকার ঝোপের ভেতর থেকে কাচের জারে মজুদ করে রাখা তাজা বোমাগুলিকে উদ্ধার করে পুলিশ। বোম মজুতের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শেখ কাসিমুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লকডাউনের মাঝে এত পরিমাণ বোমা কী উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল, খতিয়ে দেখছে ভগবানপুর থানার পুলিশ। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।
advertisement
advertisement
SUJIT BHOWMIK
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2020 8:24 PM IST