লকডাউনের মধ্যে হঠাৎ বিকট বোমার শব্দ!‌ ভগবানপুরে চাঞ্চল্য

Last Updated:

ভগবানপুরের এক ব্যক্তির বাড়ির পেছনের ঝোপঝাড় থেকেই উদ্ধার হয় ১৫৩ টি তাজা বোমা।

#‌ভগবানপুর:‌ ভগবানপুরের গুড়‌গ্রামে কেলেঘাই নদীর ধারে আজ বিকট শব্দে তাজা বোমা ফাটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে! বোম ফাটার শব্দে চমকে ওঠেন নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন। এদিন ভগবানপুরের ঝোপ থেকে উদ্ধার হওয়া তাজা বোমগুলিকে নিষ্ক্রিয় করতেই আজ নদীর ধারে গর্ত খুঁড়ে তার মধ্যে ড্রাম ভর্তি তাজা বোমগুলিকে ঢুকিয়ে ফাটানো হয়।
ভগবানপুরের এক ব্যক্তির বাড়ির পেছনের ঝোপঝাড় থেকেই উদ্ধার হয় ১৫৩ টি তাজা বোমা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে।
জানা গেছে, বোম মজুত আছে খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। ভগবানপুরের লালপুর এলাকার ঝোপের ভেতর থেকে কাচের জারে মজুদ করে রাখা তাজা বোমাগুলিকে উদ্ধার করে পুলিশ। বোম মজুতের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শেখ কাসিমুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লকডাউনের মাঝে এত পরিমাণ বোমা কী উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল, খতিয়ে দেখছে ভগবানপুর থানার পুলিশ। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।
advertisement
advertisement
SUJIT BHOWMIK
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লকডাউনের মধ্যে হঠাৎ বিকট বোমার শব্দ!‌ ভগবানপুরে চাঞ্চল্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement