Narendrapur Success Story: চোখের দৃষ্টি নেই তো কী হয়েছে, মনের জোর আর অধ্যাবসায়ে যা করলেন এঁরা

Last Updated:

তারা সকলেই দৄষ্টিহীন ৷ কিন্তু অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন এদের মনে ৷ শুধুমাত্র ঘন্টার আওয়াজ শুনেই অনায়াসে দৌড়ে দিচ্ছেন একশো মিটার

+
খেলার

খেলার পর

নরেন্দ্রপুর:  তাঁরা সকলেই দৄষ্টিহীন ৷ কিন্তু অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন এদের মনে ৷ শুধুমাত্র ঘন্টার আওয়াজ শুনেই অনায়াসে দৌড়ে দিচ্ছেন একশো মিটার ৷ ঘন্টার আওয়াজ শুনেই নিখুঁত ঝাঁপ মারছেন যা তাক লাগিয়ে দেওয়ার মত ৷ শুধুমাত্র প্র্যাকটিস ও তাদের অদম্য ইচ্ছের কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা ৷
নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশনের স্টেডিয়ামে দৄষ্টিহীনদের নিয়ে আয়োজিত হল স্পোর্টস ৷ এই স্পোর্টসে যোগদান করলেন ব্লাইণ্ড বয়েজ অ্যাকাডেমির ছাত্ররা ৷
advertisement
তাদের ক্রীড়া প্রশিক্ষক জানালেন এটা তাদের ৬৬ তম বার্ষিক স্পোর্টস ৷ প্রশিক্ষণ দেওয়ার সময় কিছু সমস্যা থাকলেও নিয়মিত প্র্যাকটিসের জেরে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে জানান তিনি ৷ মুলত খোলা মাঠে ঘন্টা বাজিয়ে তাদের প্র্যাকটিস করানো হয় বলে জানান তিনি ৷
advertisement
এ প্রসঙ্গে এক স্কুল ছাত্র জানান তারা স্কুল ছুটির পর নিয়মিত সব খেলায় প্র্যাকটিস করেন ৷ মুলত শব্দ শুনেই তাদের প্র্যাকটিস চলে ৷ শুধুমাত্র ইচ্ছাশক্তির জোরে তাদের এই অসাধ্যসাধন বলে জানালেন ছাত্ররা ৷ তাদের অনেকেই রাজ্য ও জাতীয় স্তরের নানান প্রতিযোগীতাতেও অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে ৷
Suman Saha
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Narendrapur Success Story: চোখের দৃষ্টি নেই তো কী হয়েছে, মনের জোর আর অধ্যাবসায়ে যা করলেন এঁরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement