#মেদিনীপুর: ভোট শেষ হতে হতে মমতা বন্দ্যোপাধ্যায়ও জয় শ্রীরাম বলবেন৷ এ দিন কোচবিহারের সভা থেকে এমনই দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর এই কটাক্ষের পাল্টা জবাব দিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ তাঁর দাবি, মমতাও রামের নামে ধ্বনি দেন, কিন্তু সেটা বাড়িতে নিজের ঠাকুর ঘরে৷
মেদিনীপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুব্রত বলেন, 'জয় শ্রীরাম উনি বলেন না তা নয়, বাড়িতে বলেন৷ যেখানে ঠাকুর আছেন সেখানে বলেন৷ উনি যখন স্লোগান দেন তখন শ্রীরামকে নামিয়ে নিয়ে আসেন না৷ মিটিংয়ে বা বক্তৃতার মঞ্চে শ্রীরামকে নিয়ে আসেন না, এটাই তফাত৷ উনি যখন বাড়িতে পুজো করেন, তখন রামকেও পুজো করেন৷'
জয় শ্রীরাম স্লোগান নিয়ে মমতাকে বার বার অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে বিজেপি৷ ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্কেরও পরও সেই কৌশল থেকে সরতে নারাজ বিজেপি নেতৃত্ব৷ এ দিন কোচবিহারের সভা থেকেও ফের একবার জয় শ্রীরাম বললেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন রেগে যাচ্ছেন, সেই প্রশ্ন তোলেন অমিত শাহ৷ তিনি বলেন, বাংলায় জয় শ্রীরাম বলা যাবে না তো কি পাকিস্তানে গিয়ে বলতে হবে? বিশ্বের কোটি কোটি মানুষ জয় শ্রীরাম বলে গর্বিত বোধ করেন৷ কিন্তু আমাদের দিদির তো বিশেষ একটি সম্প্রদায়কে তোষণ করতে হবে৷ তাই জয় শ্রীরাম শুনলেই তিনি রেগে যাচ্ছেন৷ তাহলে কি অন্য সম্প্রদায়ের মানুষ ভোটার নন? তবে আমি আপনাদের কথা দিচ্ছি, ভোট শেষ হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও জয় শ্রীরাম বলবেন৷'
একা অমিত শাহ নন. সম্প্রতি রাজ্যে এসে একই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডাও৷ জয় শ্রীরাম স্লোগানে মমতার আপত্তি রয়েছে, এই দাবিকে হাতিয়ার করে ভোট ব্যাঙ্কের মেরুকরণ করাই বিজেপি-র উদ্দেশ্য৷ পাল্টা তৃণমূল নেতাদের দাবি, জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে ধর্মীয় যোগ রয়েছে, রাজনৈতিক স্বার্থে এর ব্যবহার করা ঠিক নয়৷ অভিজ্ঞ রাজনীতিক সুুব্রতও প্রমাণের চেষ্টা করলেন, জয় শ্রীরাম বলতে মমতার কোনও আপত্তি নেই৷ আপত্তি এর অপব্যবহারে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।