North 24 Parganas News: ক্যারাটেতে জেলায় বাড়ছে আগ্রহ, নিরাপত্তার পাশাপাশি মিলছে স্বাস্থ্য সচেতনতাও
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
জেলায় ক্যারাটেতে বাড়ছে আগ্রহ, নিরাপত্তার পাশাপাশি মিলছে স্বাস্থ্য সচেতনতা
রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: জেলায় শরীরচর্চা ও আত্মরক্ষার কৌশল হিসেবে ক্যারাটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ছোট থেকে বড়, সকলের মধ্যেই ক্যারাটে নিয়ে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বর্তমান পরিপ্রেক্ষিতে। জেলার বুকে নব ব্যারাকপুর কৃষ্টি প্রেক্ষাগৃহে তাই এবার অনুষ্ঠিত হল ২৩তম পশ্চিমবঙ্গ ওডোকাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে চারশোরও বেশি প্রতিযোগী অংশ নেন।
আরও পড়ুন: ঘুরতে ভালবাসলে যেতে পারেন নতুন এই জায়গায়! গোটা গ্রামে সবাই শিল্পী, ঘুরে দেখুন এমন গ্রাম
৬ বছর বয়সী খুদে থেকে শুরু করে ১৮ বছরের উর্ধ্বে অংশগ্রহণকারীরা কাতা এবং কুমিতে (ফাইটিং) বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে রাজ্যস্তরে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তীতে জাতীয় স্তরের দার্জিলিংয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ ওডোকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্তু হালদার এবং সহ-সভাপতি বিশ্বজিৎ মন্ডল।
advertisement
advertisement
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে আত্মরক্ষার এই কৌশল রপ্ত করায়, আগামী দিনে উৎসাহ জোগানো হয় প্রতিযোগিতার মধ্যে। ফলে ক্যারাটে একদিকে যেমন নিরাপত্তা প্রদান করে পাশাপাশি শরীর স্বাস্থ্য সচেতন রাখতেও বিশেষ ভূমিকা পালন করে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 17, 2025 8:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ক্যারাটেতে জেলায় বাড়ছে আগ্রহ, নিরাপত্তার পাশাপাশি মিলছে স্বাস্থ্য সচেতনতাও