Students Food Stall: নানা পদের বিরিয়ানি থেকে কাটলেট, রকমারি খাবারের এই দোকানদারদের দেখুন শুধু!

Last Updated:

Students Food Stall: বহরমপুরের সেবা মিলনী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় হস্তশিল্প ও খাদ্য মেলা। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে স্কুলের বর্তমান ছাত্রছাত্রী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা

+
স্কুলে

স্কুলে খুদেরা তৈরি করে এনেছেন বিরিয়ানি

মুর্শিদাবাদ: কেউ তৈরি করছেন চিকেন ঘুগনি, কেউ বা আবার তৈরি করেছেন ভেজ বিরিয়ানি। কেউ কেউ আবার তৈরি করেছেন ফুলকপির বিরিয়ানি। এতসব কাণ্ড যারা ঘটাচ্ছে তারা সকলেই কিন্তু খুদে শিশু! বহরমপুরের শিশুরা ভিন্ন স্বাদের খাবার তৈরি করে তাক লাগিয়ে দিল। সেই খাবার খেতে ভিড় জমালেন অভিভাবকরা।
মেলা মানেই মিলনক্ষেত্র। তবে এই মিলন ক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রাপ্তবয়স্করা নিজেদের পসরা নিয়ে দোকান দেন, আর মেলায় আসা মানুষজনেরা কেনাকাটা করেন। কিন্তু বহরমপুরে এমন এক মেলার আয়োজন করা হয়েছে যেখানে খুদেরাই হল বিক্রেতা এবং খুদেদের নিয়েই এই মেলা।
advertisement
advertisement
বহরমপুরের সেবা মিলনী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয় হস্তশিল্প ও খাদ্য মেলা। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে স্কুলের বর্তমান ছাত্রছাত্রী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। স্কুলের ছাত্র-ছাত্রীরা নিজেদের ছোট্ট ছোট্ট হাত দিয়ে তৈরি করে রাখি থেকে শুরু করে মাটির ছোট্ট ছোট্ট পুতুল, কানের দুল, গলার মালা। এছাড়াও খাবারের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছিল স্কুলের এই ছাত্র-ছাত্রীরা। খাবারের তালিকায় ছিল বিরিয়ানি থেকে চাউমিন। ছোলা মাখানি থেকে মটর ঘুগনি। সবটাই আয়োজন করেছিল খুদে পড়ুয়ারা।
advertisement
পড়ুয়াদের হাতের তৈরি নানান পদের খাবার খেতে শিক্ষক-শিক্ষিকা সহ কচিকাঁচারা ভিড় করে। এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পড়ুয়ারাই প্রতিটি খাবারের দোকান দিয়েছিল। কেউ ঘুঘনি নিয়ে, কেউ আবার কাটলেট, আলু কাটা, বিরিয়ানি থেকে চাট ইত্যাদি নিয়ে এই মেলায় বিক্রির জন্য বসে। অর্থ উপার্জন এখানে বড় বিষয় নয়, কেবলমাত্র ছোটদের আনন্দের জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Students Food Stall: নানা পদের বিরিয়ানি থেকে কাটলেট, রকমারি খাবারের এই দোকানদারদের দেখুন শুধু!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement