ইসলামপুরে নিহত ছাত্রের বাড়িতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভের মুখে স্থানীয় বিধায়ক ও মন্ত্রী

Last Updated:
#উত্তর দিনাজপুর: রবিবার সকালেও থমথমে ইসলামপুর ৷ দাড়িভিটে যাওয়ার পরই বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক । নিহত তাপস বর্মনের বাড়িতে যান মন্ত্রী গোলাম রব্বানি ও স্থানীয় বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল । দু'জনের কাছেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করে নিহতের পরিবার । দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন মন্ত্রী ।
প্রথমে তাঁরা যান নিহত তাপস বর্মনের বাড়িতে। সেখান থেকে দুই বিধায়ক যান নিহত রাজেশ সরকারের বাড়ি। সকলের প্রশ্ন একটাই ৷ কেন গুলি চালাল পুলিশ ? কবে নিহত ছাত্ররা সুবিচার পাবে ৷
আজ দাড়িভিটে যান বিজেপি প্রতিনিধিরাও । নিহত তাপস বর্মনের বাড়িতে যান মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রতিনিধিদলে ছিলেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়ও ।
advertisement
advertisement
এর পাশাপাশি শনিবারই কিষাণগঞ্জে পৌঁছন ৩ বিজেপি নেতা । আজ তাঁরা কিষাণগঞ্জ থেকে ইসলামপুর যাবেন বলে জানা গিয়েছে ।​
প্রসঙ্গত, দুই ছাত্রের মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে ইসলামপুর ৷ এই মৃত্যুর জন্য় আরএসএস এবং বিজেপিকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পুলিশের বন্দুকের গুলিতে মৃত্যু হয়নি ওই দুই ছাত্রের ৷ শনিবার মিলান থেকে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতার এই মন্তব্যের জেরেই বিরোধী দলের তোপের মুখে পড়েন মুখ্যমন্ত্রী ৷ আগামী ২৬ সেপ্টেম্বর এই ঘটনা প্রেক্ষিতে বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইসলামপুরে নিহত ছাত্রের বাড়িতে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভের মুখে স্থানীয় বিধায়ক ও মন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement