স্কুল চত্বরে জন্মদিন পালন ছাত্র ছাত্রীদের,আসল কারণ অবাক করবে আপনাকে
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
স্কুলে চলছে কেক কাটা, হচ্ছে মাংস ভাত,কী কারণ!
সৌভিক রায়, বীরভূম: মূলত প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের তো আর বাড়িতে বাড়িতে জন্মদিন পালন করা সেই ভাবে সম্ভব হয়ে ওঠেনা। যেই কারণে যখন তারা অন্যদের থেকে জন্মদিন পালনের গল্প শুনতে পাই তখন তাদের অনেকের মন খারাপ হয়। মন খারাপ হলেও পরিবারের চাপে অথবা অন্য কোনও কারণে সেই কথা কাউকে প্রকাশ করতে পারে না তারা। তবে এবার এই মন খারাপ দূর করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে বীরভূমের একটি স্কুল। সেই উদ্যোগের গল্প শুনলে আপনিও অবাক হবেন এবং স্কুল কর্তৃপক্ষকে কুর্নিশ জানাতে বাধ্য হবেন।
লাল মাটির জেলা বীরভূমের নানুরের বাসাপাড়ায় রয়েছে ব্রাহ্মণ খন্ড বাসাপাড়া হাই স্কুল। স্কুলের অধিকাংশ ছাত্র-ছাত্রীরাই প্রত্যন্ত গ্রাম্য এলাকার। এই সকল ছাত্র-ছাত্রীদের বাড়িতে মাংস, পায়েস, ফ্রাইড রাইস রান্না করে অথবা কেক কেটে ধুমধাম করে জন্মদিন পালন হয় না বললেই চলে। আর সেই কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্মদিন পালন করবে স্কুলেরই শিক্ষক শিক্ষিকারা নিজেদের উদ্যোগে।
advertisement
advertisement
স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্মদিন পালন করার ক্ষেত্রে অবশ্য আরও একটি উদ্দেশ্য রয়েছে আর সেই উদ্দেশ্য হলও পড়ুয়াদের মধ্যে আনন্দ ভাগ করে তাদের স্কুলমুখী করে তোলা। স্কুল কর্তৃপক্ষ স্কুলে পড়ুয়াদের জন্মদিন পালন করার ক্ষেত্রে যে পদ্ধতি বেছে নিয়েছে তাতে প্রত্যেক মাসে যে সকল পড়ুয়ার জন্মদিন থাকবে সেই সকল পড়ুয়ার জন্মদিন মাসের যে কোনও একদিন পালন করবে। রোজ রোজ জন্মদিন পালন করলে স্কুলের পড়াশুনা লাটে উঠতে পারে আর সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।
advertisement
জন্মদিন পালনের ক্ষেত্রে যে মাসে যে সকল পড়ুয়ার জন্মদিন থাকবে তাদের জন্মদিন পালনের দিন স্কুল ইউনিফর্ম না পরে এলেও চলবে। আর এর সঙ্গেই জন্মদিন পালনের দিন মিড ডে মিলে হচ্ছে রকমারি পদ। মাংস ভাত থেকে শুরু করে জন্মদিনের পায়েস ইত্যাদি কোনও কিছুই বাদ রাখা হচ্ছে না। কাটা হচ্ছে জন্মদিনের কেক। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি জন্মদিন পালনের জন্য স্কুলে ডেকোরেশন থেকে শুরু করে ওই সকল ছাত্র ছাত্রীদের হাতে উপহারও তুলে দেওয়া হচ্ছে। স্কুলের মধ্যে এমন আয়োজন স্বাভাবিকভাবেই নজর কেড়েছে এলাকায়। আর অন্যদিকে পড়ুয়ারা এমন একটি দিন পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 27, 2025 4:04 PM IST









