ফের মাধ্যমিক পরীক্ষায় বসতে চেয়ে আমডাঙ্গায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
করোনাকালে মুল্যয়ন করিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফল ঘোষণা করা হয়। কিন্তু এই স্কুলের আট পড়ুয়াকে কোনো মুল্যয়ন পত্র দেওয়া হয়নি।
Ratul Banerjee
আমডাঙ্গা, উত্তর ২৪ পরগনা : একাদশ শ্রেণীতে উঠতে না পেরে স্কুল কতৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে আমডাঙ্গার মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে ক্ষোভে ফেটে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা। পড়ুয়াদের দাবি স্কুল কতৃপক্ষের গাফিলতির কারণে এমন আট মাধ্যমিক পরীক্ষার্থীকে মাধ্যমিক পাস করানো হয়নি।
করোনাকালে মুল্যয়ন করিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফল ঘোষণা করা হয়। কিন্তু এই স্কুলের আট পড়ুয়াকে কোনও মুল্যয়ন পত্র দেওয়া হয়নি। যে কারণে একাদশ শ্রেণীতে তারা ভর্তি হতে পারছে না। ফলে চরম বিপাকে পড়ে এ দিন প্রতিবাদে স্কুলে বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। প্রধান শিক্ষক সুবীর কুমার ঘোষের দাবি ছিল, এই আট পড়ুয়া এনরোলমেন্ট ফর্মে সই না করে বাড়ি চলে গিয়েছিল। আর তাতেই এই বিপত্তি ঘটে বলে দাবি। আট পড়ুয়ার পরিবারের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ মাধ্যমিকের জন্য ফি কাটলো, আর দেখল না আট মাধ্যমিক পড়ুয়া এনরোলমেন্ট ফর্মে সই করেনি। আর সেই অবস্থায় বোর্ডের কাছে নাম পাঠালো কী করে। এমনই অভিযোগ তুলে মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে ক্ষোভে ফেটে পড়ে অনুত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষার্থীরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 06, 2021 10:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের মাধ্যমিক পরীক্ষায় বসতে চেয়ে আমডাঙ্গায় স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের