West Medinipur News: মানসিক ভারসাম্যহীন যুবককে ফিরিয়ে দিল পরিবারের হাতে, ছাত্রকে কুর্নিশ এলাকাবাসীর

Last Updated:

West Medinipur News:নিজের পড়াশোনার পাশাপাশি তৃতীয় বর্ষের এই কলেজ ছাত্রের সমাজের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্যবোধকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

সেক আজহারউদ্দিন 
সেক আজহারউদ্দিন 
পশ্চিম মেদিনীপুর: ‘পড়াশোনা করে যে, বড় মানুষ হয় সে।’ খুব ছোট থেকেই এই কথাটা বাবা-মা থেকে শিক্ষক শিক্ষিকারা শিখিয়ে আসেন। তবে কার্যত এমন বাস্তবতা লক্ষ্য করা যায় না। তবে এক তৃতীয় বর্ষের ছাত্র যা করে দেখাল তা সমাজের কাছে দৃষ্টান্ত, মানসিক ভারসাম্যহীন এক যুবককে পরিবারের হাতে তুলে দিল এক ছাত্র সহযোগিতা করল সিভিক ভলেন্টিয়াররা। নিজস্ব উদ্যোগে এবং নিজের খরচায় গাড়ি করে তাকে পৌঁছে দিল পরিবারের লোকজনদের কাছে। এমন ঘটনার সাক্ষী রইল গোটা মেদিনীপুর।
মানসিক ভারসাম্যহীন এক যুবক বাড়ি থেকে বেরিয়ে আসে। একটি এলাকা থেকে খবর পেয়ে সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতা নিয়ে নিজস্ব উদ্যোগে তাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের দাঁতন ২ গভর্মেন্ট ডিগ্রী কলেজের তৃতীয় বর্ষের দর্শন বিষয়ের ছাত্র শেখ আজহারউদ্দিন। নিজের খরচে গাড়ি করে, নির্দিষ্ট তথ্য জোগাড় করে এগরা পুলিশের সহযোগিতা নিয়ে পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়।
advertisement
আরও পড়ুন- বিয়ের মন্ডপেই শুরু! বরকে দেখে নিজেকে সামলাতে পারল না কনে! প্রকাশ্যেই যা করল… লজ্জায় লাল হবু
advertisement
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় দাঁতন ২ ব্লকের সাবড়া এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল এই কলেজ পড়ুয়া। জোড়াগেড়িয়া ফাঁড়ির এক সিভিক ভলেন্টিয়ার এর থেকে খবর পেয়ে সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছে পৌঁছায় সিভিক ভলেন্টিয়ার ও এই কলেজ ছাত্র। তাকে তার প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করে তারা। এরপর এগরা থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায়, এগরা থানার আকবর গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই যুবককে নিজস্ব খরচে তার পরিবারের হাতে তুলে দেয় তারা।
advertisement
আরও পড়ুন-‘কন্ডোম’ ছাড়া একমুহূর্ত চলে না…! রণবীরের ‘বেডরুম সিক্রেট’ ফাঁস দীপিকার, রেগে আগুন ঋষি যা বললেন…
জানা গিয়েছে, কোনওভাবে বাড়ি থেকে চলে আসে ওই যুবক। তবে খবর পেয়ে তার নির্দিষ্ট তথ্য জোগাড় করে শেখ আজহারউদ্দিন ও জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির সিভিক ভলেন্টিয়ার। এরপর এই ছাত্র নিজস্ব খরচে তাকে পরিবারের হাতে তুলে দেয়।নিজের পড়াশোনার পাশাপাশি তৃতীয় বর্ষের এই কলেজ ছাত্রের সমাজের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্যবোধকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: মানসিক ভারসাম্যহীন যুবককে ফিরিয়ে দিল পরিবারের হাতে, ছাত্রকে কুর্নিশ এলাকাবাসীর
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement