Murshidabad News: বান্ধবীর সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় ডুবে প্রাণ হারাল চতুর্থ শ্রেণির ছাত্রী, শোকের ছায়া মুর্শিদাবাদে

Last Updated:

বাড়ি থেকে বান্ধবীর সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর

শিশু কন্যার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার 
শিশু কন্যার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার 
মুর্শিদাবাদ: বাড়ি থেকে বান্ধবীর সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ানে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ছাত্রীর নাম ইসিকা খাতুন (১০ )। বাড়ি সামসেরগঞ্জের ১৫ নম্বর ওয়ার্ড ফিল্ডপাড়া। স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করত সে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বড় মেয়ে বাড়ির দাদু, দিদাদের কাছে রেখেই এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন ইশিকা খাতুনের মা। বেলা বাড়তেই বান্ধবীদের সঙ্গে নদীতে স্নান করতে যায় সে। কিন্তু স্নান করতে গিয়ে মুহূর্তেই তলিয়ে যায় ওই ছাত্রী। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান। যদিও কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্ধার করতে সক্ষম হলেও বাঁচানো যায়নি তাকে। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইশিকা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। স্কুল ছাত্রীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।
advertisement
advertisement
গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদের দুই পৃথক জায়গায় নদীতে স্নান করতে মর্মান্তিক দুই শিশু কন্যার মৃত্যুতে শোকস্তব্ধ জেলাবাসী। বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের কাবিলপুর অঞ্চলের তেঘরিপাড়া এলাকায় বুধবার সকাল ১১ টা নাগাদ ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ১০ বছরের একটি শিশু কন্যা। নাম শিল্পী খাতুন। বয়স ১০ বছর। সাগরদিঘী ব্লকের কাবিলপুর অঞ্চলের কলোনি এলাকা থেকে দিদার বাড়ি ওই অঞ্চলের তেঘরীপাড়া এলাকায় বেড়াতে এসেছিল ওই শিশু কন্যা সহ তার পরিবার। যদিও তার দেহ এখনও উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বান্ধবীর সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় ডুবে প্রাণ হারাল চতুর্থ শ্রেণির ছাত্রী, শোকের ছায়া মুর্শিদাবাদে
Next Article
advertisement
Manoj Tigga Threatens BDO: 'তৃণমূলটাই করুন', ত্রাণ সামগ্রী নিয়ে বিডিও-কে শাসানি বিজেপি সাংসদ মনোজ টিগ্গার!পাশে দাঁড়ালেন শমীক, দেখুন ভিডিও
'তৃণমূলটাই করুন', ত্রাণ নিয়ে বিডিও-কে শাসানি বিজেপি সাংসদের!পাশে দাঁড়াল দল, দেখুন ভিডিও
  • বিডিও-কে শাসানি বিজেপি সাংসদের৷

  • বিতর্কে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা৷

  • ভাইরাল হল ভিডিও, যদিও সাংসদের পাশেই তাঁর দল বিজেপি৷

VIEW MORE
advertisement
advertisement