Student Death: শেষ চিঠিতে জমে থাকা মন খারাপ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চরম সিদ্ধান্ত যুবকের! কেন মৃত্যু?

Last Updated:

Student Death: চিঠিতে মন খারাপের কারণ লিখে আত্মঘাতী যুবক। সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি ভাইরাল।

সুইসাইড নোট লিখে আত্মঘাতী
সুইসাইড নোট লিখে আত্মঘাতী
উত্তর ২৪ পরগনা: রাজ্যে একের পর এক প্রকাশ্যে আসছে দুর্নীতি। চাকরি না পাওয়ার ক্ষোভে তাই নিজেই শেষ চিঠি লিখে আত্মঘাতী বছর ২২ এর ছাত্র সৌম্যদ্বীপ পাল। মেধাবী ছাত্রের এমন ঘটনায় রীতিমতো হতবাক সকলে।
পরিবারের প্রাথমিক অনুমান, দুর্নীতির একাধিক অভিযোগের পরিস্থিতিতে চারপাশের অবস্থা দেখে মানসিক অবসাদে ভুগছিলেন সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজের ছাত্র সৌম্যদ্বীপ। ছেলের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাবা মায়ের পূর্ণ সহযোগিতা থাকলেও, নিজের জীবনে চাকরি নিয়ে কোনও নিশ্চয়তা খুঁজে পাচ্ছিল না সে। আর তা উপলব্ধি করেই, নানা আক্ষেপ নিয়ে সৌম্যদ্বীপ লেখে তাঁর শেষ চিঠি। চিঠিতে উঠে আসে, বর্তমান সমাজ ব্যবস্থায় প্রকৃত প্রতিভার নেই কদর।
advertisement
আরও পড়ুন: শীত চলে গেলে পাওয়া কঠিন; বাজার থেকে সঞ্চয় করে রাখুন এই শাক, ওজন কমাতে একেবারে সিদ্ধহস্ত!
সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিডিও বানিয়ে বাড়ছে ফলোয়ার্স। আর এই সব একাধিক কারণে ঠিক মতো হচ্ছে না পড়াশোনা। গণিতে বিশেষ পাকা পোক্ত হলেও, দিনে দিনে খারাপ হচ্ছিল সেমিস্টারের গ্রেড। এই সমস্ত কথা মৃত্যুর আগে নিজের হাতে শেষ চিঠিতে লিখে আত্মঘাতী হয় বছর ২২ এর যুবক সৌম্যদ্বীপ। বরানগর পৌরসভার পিকে সাহা লেন এলাকার বাসিন্দা সৌম্যদ্বীপ পাল। বাবা মায়ের একমাত্র ছেলে সে। অত্যন্ত চাপা স্বভাবের ছেলে ছিল বলেই জানান পরিবার ও প্রতিবেশীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: কোন বয়সের মেয়েদের সবচেয়ে বেশি ঝুঁকি সার্ভিকাল ক্যানসারের? লক্ষণ জেনে সাবধান হোন
মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটিয়েছে ছেলে বলেই অনুমান পরিবারের। বাড়িতে কেউ না থাকার সুযোগে শেষ চিঠি লিখে নিজের ঘরে আত্মঘাতী হয় মেধাবী এই ছাত্র। পরে বাড়ির লোক তাকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্বার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্যে কামারহাটি সাগরদত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছেলের এমন কাণ্ডে রীতিমতো কান্নায় ভেঙে পরেছেন সৌম্যদ্বীপের মা।
advertisement
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নানা দুর্নীতি, যেভাবে শিক্ষিত ছেলে-মেয়েদের আগামী দিনে চাকরির সংকট তৈরি হচ্ছে সেই সংকট কাটিয়ে কিভাবে শিক্ষিত চাকরি প্রার্থীরা যোগ্য স্বীকৃতি পাবে! কি হবে ভবিষ্যৎ ! এই বিষয়গুলি নিয়ে অনিশ্চয়তার কারণেই আত্মহত্যার পথ বেছে নেয় কৃতি ছাত্র বলেই মনে করছে পরিবার প্রতিবেশী সহ মনোবিদরাও। মেধাবী ছাত্রের এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়া জুড়েও শুরু হয়েছে জোর চর্চা।
advertisement
Rudra Nrayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Student Death: শেষ চিঠিতে জমে থাকা মন খারাপ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চরম সিদ্ধান্ত যুবকের! কেন মৃত্যু?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement