Post Manopausal Bleeding: কোন বয়সের মেয়েদের সবচেয়ে বেশি ঝুঁকি সার্ভিকাল ক্যানসারের? লক্ষণ জেনে সাবধান হোন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Post Manopausal Bleeding: এই মারণরোগ সার্ভিকাল ক্যানসার বাসা বাঁধে শরীরে। তবে এই ভাইরাস শরীরে প্রবেশ করা ছাড়াও জরায়ুমুখ ক্যানসারের আর একটি প্রধান কারণ অসুরক্ষিত যৌন সম্পর্ক।
দেশ জুড়ে মহিলাদের মধ্যে যত ধরনের ক্যানসার দেখা যায়, তার মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে সারভিকাল ক্যানসার বা জরায়ুমুখ ক্যানসার রয়েছে দ্বিতীয় স্থানে। প্রতি বছর ভারতে গড়ে এক লক্ষেরও বেশি মহিলা এই ক্যানসারে আক্রান্ত হন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement
advertisement
এই বয়সের পরে, মহিলাদের মধ্যে প্রজনন হরমোনের ক্ষরণ কমতে শুরু করে এবং এর ফলে পিরিয়ড চক্র ধীরে ধীরে বন্ধ হয়ে যায। তবে কখনও-কখনও মহিলাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা যায় যে ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে হঠাৎ রক্তপাত শুরু হয়। মেনোপজের পর মহিলাদের বারবার পিরিয়ডের (রক্তক্ষরণ) সমস্যা সম্পর্কে বিশেষজ্ঞর মত, মেনোপজের পর রক্তক্ষরণের ঘটনা থেকে সার্ভিকাল ক্যানসার হতে পারে।
advertisement
ক্রায়োথেরাপি, লেজার থেরাপি, হিস্টেরেক্টোমি, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, কেমোরেডিয়েশন-এর মাধ্যমে চিকিৎসা করে এই ক্যানসার রুখতে পারার চেষ্টা করেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, জরায়ুর ক্যানসারের প্রাথমিক পর্যায়ে সাধারণত খুব কম উপসর্গ থাকে। বেশিরভাগ উপসর্গ শুধুমাত্র পরবর্তী পর্যায়ে দেখা যায়।
advertisement
advertisement
যৌনমিলনের সময়ে প্রবল যন্ত্রণা। যৌনমিলনের মুহূর্তের পর রক্তপাত হতে পারে। ঋতুবন্ধের পর রক্তপাত হয়। তলপেট, কোমরে ব্যথা হয়। হঠাৎ ওজন কমে যাওয়া, প্রস্রাবের সময়ে জ্বালাভাব কিংবা ব্যথা অনুভব হওয়াও এই রোগের লক্ষণ হতে পারে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)