Kolkata News: ট্যাক্সির পিছনে ওটা কী! গন্ধ পেয়েই বস্তা খুলতে বলল পুলিশ, তারপর যা বেরিয়ে এল...
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Kolkata News: শ্যামবাজার ট্রাফিক গার্ডের কর্তব্যরত সার্জেন্টের তৎপরতায় উদ্ধার শতাধিক কচ্ছপ। হাওড়া থেকে বামনগাছি পাচারের আগেই কলকাতা পুলিশের সার্জেন্টের হাতে ধরা পড়ল ২০১ টি কচ্ছপ।
কলকাতা: শ্যামবাজার ট্রাফিক গার্ডের কর্তব্যরত সার্জেন্টের তৎপরতায় উদ্ধার শতাধিক কচ্ছপ। হাওড়া থেকে বামনগাছি পাচারের আগেই কলকাতা পুলিশের সার্জেন্টের হাতে ধরা পড়ল ২০১ টি কচ্ছপ।
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে একটি লাক্সারি ট্যাক্সিতে বস্তায় ভরে কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল। দুই ব্যক্তিকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে শ্যামপুকুর থানা।
আরও পড়ুন-২০২৬-এ ভয়ঙ্কর ‘তুলকালাম’…! এই ৩ রাশিতে লোহার পায়ে হাঁটবেন শনিদেব, সোনায় মুড়বে কাদের কপাল? জানুন আপনার ভাগ্যে কী?
লাক্সারি ট্যাক্সি ট্রাফিক আইন লঙ্ঘন করলে সার্জেন্ট রবিপ্রকাশ ঘোড়ে ট্যাক্সিটি দাঁড় করান। এরপর ট্যাক্সির ভিতরে সামনে পিছনের আসনে বেশ কিছু বস্তা দেখে জানতে চান কি আছে? ট্যাক্সির দুই যাত্রী জানান কাপড় আছে। কিন্তু গন্ধ পেয়ে বস্তা খুলতেই কচ্ছপ।
advertisement
advertisement
আরও পড়ুন-ভোর ৩-৪ টের সময় রোজ ঘুম ভাঙছে? শরীর খারাপ না অন্য কিছু! প্রকৃতি কি কোনও ইঙ্গিত দিচ্ছে? জেনে নিন জ্যোতিষীর থেকে
এরপর ডিকিতেমোট ৮টি বস্তা পাওয়া যায়। যেখান থেকে মোট ২০১টি কচ্ছপ ধরা পড়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই দুই ব্যক্তির নাম বাবুলাল ও রাকেশ।জিজ্ঞাসাবাদে জানা গেছে উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে কচ্ছপগুলো ট্রেনে আনা হয়েছে৷ সবটাই খতিয়ে দেখা হচ্ছে। বন দফতরে খবর দিয়েছে শ্যামপুকুর থানা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2025 1:48 PM IST









