এয়ারপোর্ট লাগোয়া হোটেলগুলোয় যা চলছে! এবার চালু নতুন নিয়ম! কারা যেতে পারবেন জেনে নিন

Last Updated:

বাগুইআটি ও বিমানবন্দর থানার হোটেল, গেস্ট হাউস ও লজগুলির সাথে পুলিশের সমন্বয়ের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে। হোটেল বুকিংয়ের সময় কী কী করতেই হবে জানুন।

বিভিন্ন সময় নানান অপরাধমূলক কাজ বা অপ্রীতিকর কার্যকলাপ হয় এই হোটেল, লজে। এমন ঘটলে সরাসরি এয়ারপোর্ট থানাকে জানাতে পারেন হোটেল, লজ, গেস্ট হাউসের কর্তৃপক্ষরা।
বিভিন্ন সময় নানান অপরাধমূলক কাজ বা অপ্রীতিকর কার্যকলাপ হয় এই হোটেল, লজে। এমন ঘটলে সরাসরি এয়ারপোর্ট থানাকে জানাতে পারেন হোটেল, লজ, গেস্ট হাউসের কর্তৃপক্ষরা।
শুক্রবার বাগুইআটি থানা এবং বিমানবন্দর থানার আওতাধীন হোটেল, গেস্ট হাউস এবং লজগুলির কর্তৃপক্ষের সঙ্গে একটি মিটিং করেন এয়ারপোর্ট কমিশনারেটের ডিসিপি। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন এসিপি এয়ারপোর্ট এবং অতিরিক্ত আইসি এয়ারপোর্ট থানা।
থানার সাথে লজ, হোটেল ও গেস্ট হাউসের সমন্বয় সাধনের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার কারণ? বিভিন্ন সময় নানান অপরাধমূলক কাজ বা অপ্রীতিকর কার্যকলাপ হয় এই হোটেল, লজে। এমন ঘটলে সরাসরি এয়ারপোর্ট থানাকে জানাতে পারেন হোটেল, লজ, গেস্ট হাউসের কর্তৃপক্ষরা।
advertisement
advertisement
আজকের মিটিংয়ে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে। ও প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে হোটেল, লজ ও গেস্ট হাউসের কর্তৃপক্ষদের।
advertisement
এবার থেকে গেস্ট হাউস, হোটেল, লজের জন্য ১.) SARAI লাইসেন্স বাধ্যতামূলক। ২.) অতিথিদের আইডি চেক করতেই হবে। তাদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড নিতে হবে। নির্দিষ্ট একটি ফর্ম ফিলাপ করে তবেই রুম দিতে হবে অতিথিদের।
৩.) ভিন রাজ্য থেকে কেউ এলে তার বিষয়ে আগে থেকেই পুলিশকে জানিয়ে রাখতে হবে নতুন তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপে।
advertisement
৪.) ভিন রাজ্য থেকে আসা বা কোনও অতিথির কার্যকলাপ স্বাভাবিক না লাগলে আগে থেকেই নতুন তৈরি করে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে হবে কর্তৃপক্ষদের।
৫.) অভিভাবক ছাড়া কোনও নাবালক যদি হোটেল ভাড়া নেয় তাহলে ভাড়া দেওয়া যাবে না।
৬.) গেস্ট হাউস, হোটেল, লজে সিসিটিভি বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয়, এই সিসিটিভিতে দু মাসের ফুটেজ স্টোর রাখার ক্ষমতা যেন থাকে সে বিষয়ে কড়া জানিয়ে দিয়েছে পুলিশ।
advertisement
৭.) একই সঙ্গে অগ্নি নির্বাপক ব্যবস্থা, প্যানিক বোতাম ও প্রাথমিক চিকিৎসার মতো নানান প্রোটোকল রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
নিউটাউনে পাটনার খুনিদের আস্তানা ও খোঁজ মেলার পর হোটেল, লজ ও গেস্ট হাউজের নিয়মে কড়া হল প্রশাসন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এয়ারপোর্ট লাগোয়া হোটেলগুলোয় যা চলছে! এবার চালু নতুন নিয়ম! কারা যেতে পারবেন জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement