ব্যাগ খুলতেই চমকে উঠলেন সকলে, মালদহে এসটিএফ-এর অভিযানে সাফল্য
- Published by:Suvam Mukherjee
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
মালদহে এসটিএফের হানায় উদ্ধার বেশকিছু অস্ত্র। মালদহের ইংরেজবাজার থানার বাধাপুকুর মোড় এলাকার ঘটনা।
#মালদহ: মালদহে এসটিএফের হানায় উদ্ধার বেশ কিছু অস্ত্র। মালদহের ইংরেজবাজার থানার বাধাপুকুর মোড় এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় এসটিএফ। গ্রেফতার করা হয় বাপি ডোম নামে এক যুবককে। তার কাছ থেকে উদ্ধার হয় চারটি পাইপগান। ধৃত যুবক মালদা থানার বালিয়া নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। ধৃত যুবক অস্ত্র চোরাকারবার চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা স্পেশাল টাস্ক ফোর্সের।
অস্ত্রের হাত বদলের জন্যই একটি ব্যাগে করে লুকিয়ে পাইপগানগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ। তবে ধৃত যুবক কোথা থেকে অস্ত্রগুলি পেয়েছে এবং কাদের কাছে অস্ত্রগুলি হাতবদল করত, তা এখনও স্পষ্ট নয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি পঞ্চায়েত ভোটের আগে গোলমাল পাকানোর কাজে ব্যবহার করা হত বলেও সন্দেহ করছে পুলিশ।
advertisement
আরও পড়ুন, 'ছাত্র- শিক্ষক সম্পর্কই খারাপ হয়ে যাবে', নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আরও এক বিচারপতি
advertisement
একসঙ্গে এত অস্ত্র কেন হাত বদল হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এসটিএফ সূত্রের খবর, ধৃত যুবককে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের কারবার সংক্রান্ত আরও তথ্য জানা যাবে। মালদহে অস্ত্র যোগানের জন্য ঠিক কোন করিডর বা পথ ব্যবহার হচ্ছে, ধৃতকে জেরা করে তাও নিশ্চিত হতে চাইছে পুলিশ।
advertisement
পাশাপাশি ধৃত যুবক সম্পর্কেও আলাদা করে খোঁজখবর নিচ্ছে এসটিএফ। বছর ২১- ওই যুবকের বিরুদ্ধে পুলিশের খাতায় আগে কোনওরকম অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2022 9:16 PM IST