ব্যাগ খুলতেই চমকে উঠলেন সকলে, মালদহে এসটিএফ-এর অভিযানে সাফল্য

Last Updated:

মালদহে এসটিএফের হানায় উদ্ধার বেশকিছু অস্ত্র। মালদহের ইংরেজবাজার থানার বাধাপুকুর মোড় এলাকার ঘটনা।

পুলিশ। প্রতীকী ছবি
পুলিশ। প্রতীকী ছবি
#মালদহ: মালদহে এসটিএফের হানায় উদ্ধার বেশ কিছু অস্ত্র। মালদহের ইংরেজবাজার থানার বাধাপুকুর মোড় এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় এসটিএফ। গ্রেফতার করা হয় বাপি ডোম নামে এক যুবককে। তার কাছ থেকে উদ্ধার হয় চারটি পাইপগান। ধৃত যুবক মালদা থানার বালিয়া নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। ধৃত যুবক অস্ত্র চোরাকারবার চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা স্পেশাল টাস্ক ফোর্সের।
অস্ত্রের হাত বদলের জন্যই একটি ব্যাগে করে লুকিয়ে পাইপগানগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ। তবে ধৃত যুবক কোথা থেকে অস্ত্রগুলি পেয়েছে এবং কাদের কাছে অস্ত্রগুলি হাতবদল করত, তা এখনও স্পষ্ট নয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলি পঞ্চায়েত ভোটের আগে গোলমাল পাকানোর কাজে ব্যবহার করা হত বলেও  সন্দেহ করছে পুলিশ।
advertisement
advertisement
একসঙ্গে এত অস্ত্র কেন হাত বদল হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এসটিএফ সূত্রের খবর, ধৃত যুবককে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের কারবার সংক্রান্ত আরও তথ্য জানা যাবে। মালদহে অস্ত্র যোগানের জন্য ঠিক কোন করিডর বা পথ ব্যবহার হচ্ছে, ধৃতকে জেরা করে তাও নিশ্চিত হতে চাইছে পুলিশ।
advertisement
পাশাপাশি ধৃত যুবক সম্পর্কেও আলাদা করে খোঁজখবর নিচ্ছে এসটিএফ। বছর ২১- ওই যুবকের বিরুদ্ধে পুলিশের খাতায় আগে কোনওরকম অভিযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যাগ খুলতেই চমকে উঠলেন সকলে, মালদহে এসটিএফ-এর অভিযানে সাফল্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement