Amit Shah: হিন্দু নিপীড়ণে উদ্বিগ্ন ভারত, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা অমিত শাহের

Last Updated:

দিল্লিতে সন্ত্রাস বিরোধী সম্মেলনে অংশ নিতে এসেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান৷

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে অমিত শাহ৷ Photo-Twitter
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে অমিত শাহ৷ Photo-Twitter
#দিল্লি: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার এবং হিন্দু মন্দিরে আক্রমণের একের পর এক ঘটনা নিয়ে ওপার বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
দিল্লিতে সন্ত্রাস বিরোধী সম্মেলনে অংশ নিতে এসেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান৷ সেই সম্মেলনের মাঝেই আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানেই বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ণের বিষয়টি তোলেন শাহ৷
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপরে আক্রমণের ঘটনা যেভাবে বাড়ছে, তাতে ভারত যে উদ্বিগ্ন সেই বার্তা দিয়েছেন শাহ৷ শাহ এবং আসাদুজ্জামান খানের বৈঠকের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকেই ট্যুইট করে জানানো হয়৷ ওই ট্যুইটে অবশ্য দাবি করা হয়েছে, সীমান্ত সুরক্ষা এবং নিরাপত্তা জনিত বিষয়ে দু' পক্ষের মধ্যেই মধ্যেই ফলপ্রসূ আলোচনা হয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: প্রধানমন্ত্রী যোজনায় রাজ্যকে অর্থ বরাদ্দ! শর্ত না মানলে ফের বড় ব্যবস্থা নেবে বিজেপি
সন্ত্রাসবাদীদের অর্থের জোগান বন্ধের লক্ষ্য নিয়ে দিল্লিতে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন চলছে৷ আজ থেকে শুরু হওয়া এই সম্মেলনের উদ্যোক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ বিশ্বের ৭৫টি দেশ এবং আন্তর্জাতিক সংগঠন থেকে প্রায় ৪৫০ প্রতিনিধি দু' দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন৷
advertisement
সরকারি আধিকারিকরা জানিয়েছেন, পাকিস্তান এবং আফগানিস্তান এই সম্মেলনে অংশ নিচ্ছে না৷ চিনকে আমন্ত্রণ জানানো হলেও তারা কোনও প্রতিনিধি পাঠায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah: হিন্দু নিপীড়ণে উদ্বিগ্ন ভারত, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা অমিত শাহের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement