‘না, এটা ঠিক হল না’, রাগে অগ্নিশর্মা চিনের প্রেসিডেন্ট, জি২০ সামিটের ভিডিও ভাইরাল
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে যে বার্তা প্রকাশিত হয়েছে মঙ্গলবার, তাতে বলা হয়েছে, এই দুই দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে কথা হয়েছে উত্তর কোরিয়াকে নিয়ে৷
#বালি: ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত হয়েছে জি২০ ভুক্ত দেশগুলির সম্মেলন৷ সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে নানা রূপে দেখেছে বিশ্ব৷ কিন্তু চিনের প্রেসিডেন্টের যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ সেই ভিডিওতে হঠাৎই রেগে কথা বলতে দেখা গিয়েছে চিনের প্রেসিডেন্টকে৷
ভিডিওতে কথা বলছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ তাঁদের মধ্যে আগে হয়ত কোনও আলোচনা হয়েছিল, সেই সূত্রেই জিনপিং কয়েকটি কথা জানাচ্ছেন ট্রুডোকে৷ কী বলছেন তিনি? বলছেন, ‘‘এটা ঠিক হল না৷ আমরা যা আলোচনা করলাম, তা সবই প্রকাশ্যে এসে গিয়েছে৷ এ ভাবে কোনও আলোচনা চালানোর মানে হয় না৷’’ চিনা ভাষায় এই কথাগুলি বলার পর একজন অনুবাদক সেগুলি অনুবাদ করে দিচ্ছেন ইংরাজিতে৷ কিছুটা অপ্রস্তুত হয়েই জবাব দিয়েছেন ট্রুডোও৷
advertisement
A visibly miffed with #XiJiping with Canadian PM @JustinTrudeau for leaking content to their conversation.pic.twitter.com/mekZ0Qhd7Z
— Abhishek Jha (@abhishekjha157) November 16, 2022
advertisement
ট্রুডো বলেছেন, ‘‘আমি স্বচ্ছ ও পরিষ্কার আলোচনায় বিশ্বাস করি৷’’ তিনি তার পরে উত্তর দিচ্ছেন, ‘‘আমরা একসঙ্গে ভবিষ্যতেও কাজকর্ম করব৷ কয়েকটি বিষয়ে আমাদের মতানৈক্য থাকতে পারে, তবে তার জন্য সম্পর্ক খারাপ হবে না৷’’
advertisement
তার উত্তরে আবার জিনপিং বলছেন, ‘‘সে ভাল কথা, কিন্তু সেই আলোচনার শর্ত আগে ঠিক করতে হবে৷’’ এর পর আর কথা বাড়াননি ট্রুডো৷ দু’জনে শুভেচ্ছা বিনিময় করে চলে গিয়েছেন৷
আরও পড়ুন, এবার লক্ষ্য কালীঘাট! চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, পরের কাণ্ড মারাত্মক
কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে যে বার্তা প্রকাশিত হয়েছে মঙ্গলবার, তাতে বলা হয়েছে, এই দুই দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে কথা হয়েছে উত্তর কোরিয়াকে নিয়ে৷ এ ছাড়াও রাশিয়ার ইউক্রেনে হামলা চালানোর বিষয়েও তাঁরা কথা বলেছেন৷ এ ছাড়াও কানাডার আভ্যন্তরীণ বিষয়ে বৈদেশিক শক্তির হস্তক্ষেপের বিষয়েও নাকি কথা হয়েছে৷
advertisement
সেই হস্তক্ষেপ চিন করছে বলে অভিযোগ৷ এই আলোচনার পরেই কানাডার পুলিশ গ্রেফতার করেছেন ইয়ুশেং ওয়াং নামে একজনকে, যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি কানাডার বিভিন্ন গোপন তথ্য চিনকে পাচার করে বানিজ্যিক সুবিধা পাইয়ে দিচ্ছেন৷ সব মিলিয়ে এই কারণে হাওয়া হয়েছে গরম৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2022 11:13 PM IST