SSC Scam: 'ছাত্র- শিক্ষক সম্পর্কই খারাপ হয়ে যাবে', নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আরও এক বিচারপতি

Last Updated:

গত ২৯ সেপ্টেম্বরও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন কড়া মন্তব্য করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু৷

কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
#কলকাতা: 'ছাত্র- শিক্ষক সম্পর্কই খারাপ হয়ে যাবে', নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে সামিল আরও সাদা খাতা জমা দিয়ে চাকরি! প্রজন্মের পর প্রজন্ম এই দুর্নীতির ফল ভুগবে৷ ফলে এর শিকড় খুঁজে বের করা দরকার৷ কারণ এই দুর্নীতির ফলে ছাত্র- শিক্ষক সম্পর্কই নষ্ট হয়ে যাবে!
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার নিয়োগ দুর্নীতি নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু৷ কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এ দিন ক্ষোভের সঙ্গে বিচারপতি এ দিন বলেন, 'নিজের যোগ্যতায়ও যদি কেউ চাকরি পায়, তাহলেও ছাত্ররা শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে।'
advertisement
advertisement
আজ হাইকোর্টে এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি তদন্তের রিপোর্ট পেশ করে সিবিআই। সেই রিপোর্ট দেখেই এমন মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে বিচারপতি প্রশ্নও করেন, 'দুর্নীতি ৭ না ১০ বছরের পুরনো কিছু জানা গিয়েছে?'
ক্ষোভের সঙ্গে বিচারপতি আরও বলেন, 'প্রজন্মের পর প্রজন্ম এই দুর্নীতির ফল ভুগবে৷ এই দুর্নীতি কতটা গভীরে তা খুঁজে বার করা দরকার। এই শিক্ষকদের কারণে একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে। এবার বুঝতে পারছি কেন এই অতিরিক্ত শূন্যপদ। দেখতে হবে এই দুর্নীতি কত বছরের পুরোনো।' আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি৷
advertisement
গত ২৯ সেপ্টেম্বরও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন কড়া মন্তব্য করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু৷ এ দিনও ক্ষুব্ধ বিচারপতি বলেছিলেন, 'ভয়ঙ্কর পরিসংখ্যান। হিমশৈলের চূড়ামাত্র, গোটা হিমশৈল জলের নিচে আছে। এরা শিক্ষক, এরা সমাজ গড়ে, এরা অন্য কোন পেশায় নেই। আমি জানিনা এর শেষ কোথায়। আগে আবর্জনা পরিষ্কার করুন। গোটা প্যানেল খারিজ করা উচিত।'
advertisement
দুর্নীতিবাজদের এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি বসু৷ একই সঙ্গে তিনি বলেন, 'বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, আমিও তাতে সামিল হচ্ছি।'এক বিচারপতি
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam: 'ছাত্র- শিক্ষক সম্পর্কই খারাপ হয়ে যাবে', নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আরও এক বিচারপতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement