Santragachi Bridge: আজ রাত থেকেই শুরু সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ, বিরাট ভোগান্তির আশঙ্কা 

Last Updated:

ভোর ৫টার পর থেকে রাত ১১টা পর্যন্ত সেতু দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি যেমন,  বাস, প্রাইভেট গাড়ি , দু' চাকাj গাড়ি , অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারবে।

#হাওড়া: আজ, অর্থাৎ শুক্রবার রাত বারোটার থেকেই শুরু হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজ৷ প্রায় দেড় মাস যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে হাওড়ার অতি ব্যস্ততম সাঁতরাগাছি সেতুতে৷ আজ রাত থেকে শুরু হওয়া মেরামতির কাজ গোটা ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত চলবে৷ সেই কারণে ওই সময়ের মধ্যে সাঁতরাগাছি সেতুর উপর দিয়ে আংশিক বন্ধ রাখা হবে যান চলাচল।
শুক্রবারই দুপুরে এ নিয়ে হাওড়ার পুলিশ কমিশনারেট অফিসে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী জানান, রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ব্রিজের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
advertisement
advertisement
ভোর ৫টার পর থেকে রাত ১১টা পর্যন্ত সেতু দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি যেমন,  বাস, প্রাইভেট গাড়ি , দু' চাকাj গাড়ি , অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারবে। যে কয়দিন ব্রিজের মেরামতির কাজ চলবে, সেই কয়েকদিন কোনও মালবাহী গাড়ি চলতে দেওয়া হবেনা ব্রিজের উপর দিয়ে। মালবাহী গাড়ি রাত দশটার পর কলকাতার দিক থেকে আসতে পারবে।
advertisement
দ্বিতীয় সেতুর টোলপ্লাজা পেরিয়ে আন্দুল রোড দিয়ে জাতীয় সড়কে যেতে পারবে। অন্যদিকে, মালবাহী গাড়ি কলকাতায় ঢুকতে চাইলে রাত দশটার পর নিবেদিতা সেতু হয়ে  টালা ব্রিজ ব্যবহার করবে। হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নোটিফিকেশন জারি  করা হয়েছে। ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম মেনেই ট্রাফিক মুভমেন্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী লেনের ২১টি এক্সপ্যানসন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। সেগুলির সংস্কার করা হবে।পাশাপাশি সেতুর কাঠামোগত ত্রুটিও সরিয়ে ফেলার কাজ হবে বলে জানানো হয়েছে | রাতের বেলায় যখন সাঁতরাগাছি ব্রিজ পুরোপুরি বন্ধ থাকবে তখন অ্যাম্বুলেন্স- এর ক্ষেত্রে বাঁকড়া হয়ে হাওড়া আমতা রোড ও কোনা হাইরোড হয়ে বেনারস রোড ব্যবহার করতে হবে৷
advertisement
রাত দশটা থেকে আন্দুল সহ যেসব রাস্তা দিয়ে পণ্যবাহী গাড়ি যাতায়াত করবে সেই সব রাস্তায় টোটো ও অটো চলাচল বন্ধ রাখা হবে ৷ অন্যদিকে সকালের দিকে যখন সাঁতরাগাছি ব্রিজ আংশিক খোলা থাকবে তখন পর্যাপ্ত ট্রাফিক পুলিশ কর্মী ও ব্রেক ডাউন ভ্যান রাখা হবে ৷ যাতে কোনও গাড়ি খারাপ হলে যাতে দ্রুত সরিয়ে ফেলা যায় | সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত ব্রিজের একটি লেন দিয়ে যখন গাড়ি চলবে তখন রোটেশন মাফিক গাড়ি চলবে | এই রোটেশন টাইম নিয়ন্ত্রণ করা হবে গাড়ির চাপের উপর |
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Santragachi Bridge: আজ রাত থেকেই শুরু সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ, বিরাট ভোগান্তির আশঙ্কা 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement