বাংলাদেশী মৎস্যজীবীদের সঙ্গে স্বাক্ষাৎ মৎস্যমন্ত্রীর, দেশে ফেরার আশায় মৎস্যজীবীরা
Last Updated:
অগাস্ট মাসে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছু বাংলাদেশী ট্রলার ডুবে যায় আন্তর্জাতিক জলসীমার কাছে। ওই ট্রলারগুলিতে থাকা বাংলাদেশী মৎস্যজীবীরা ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বাংলাদেশী মৎস্যজীবীদের উদ্বার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় মৎস্যজীবীরা
#নবাব মল্লিক, কাকদ্বীপ : অগাস্ট মাসে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছু বাংলাদেশী ট্রলার ডুবে যায় আন্তর্জাতিক জলসীমার কাছে। ওই ট্রলারগুলিতে থাকা বাংলাদেশী মৎস্যজীবীরা ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বাংলাদেশী মৎস্যজীবীদের উদ্বার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় মৎস্যজীবীরা। তারপর থেকে এদেশেই আছেন তাঁরা।
মঙ্গলবার কাকদ্বীপে ওই মৎস্যজীবীদের সঙ্গে স্বাক্ষাৎ করেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরি, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, জেলার-সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) পিয়াল সর্দার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন বাংলাদেশী মৎস্যজীবীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তাঁরা। এর সঙ্গে মৎস্যজীবীদের দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তাঁরা।
সূত্রের খবর, শতাধিক বাংলাদেশী মৎস্যজীবী আটকে ছিলেন এদেশে। কিছু মৎস্যজীবীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কাকদ্বীপে আটকে আছেন ৪৫ জন বাংলাদেশী মৎস্যজীবী। সরকারিভাবে তাঁদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এর সঙ্গে তাঁদের দেশে ফেরানোর পক্রিয়াও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
বাংলাদেশেও বেশ কিছু ভারতীয় মৎস্যজীবী আটকে আছেন বলে খবর। সেখানে যাতে তাঁদের কোনওরকম অসুবিধা না হয় এবং যাতে তাঁরা সুষ্ঠুভাবে ফিরে আসেন, সেই দিকটি দেখা হচ্ছে বলে খবর। এ'নিয়ে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানান, দেশের আইন মেনে যাতে দ্রুত বাংলাদেশী মৎস্যজীবীদের দেশে ফেরানো যায়, তার বন্দোবস্ত করা হচ্ছে। এরসঙ্গে বাংলাদেশে যে সমস্ত ভারতীয় মৎস্যজীবী আটকে রয়েছে, তাঁদেরকেও ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে। বাংলাদেশে যাতে তাঁদের কোনওরকম অসুবিধা না হয়, সেদিকটি দেখা হচ্ছে। খুব শ্রীঘ্রই এই কাজ সম্পন্ন হবে। দুই দেশের মৎস্যজীবীরা যাতে দেশে ফিরতে পারে তার বন্দোবস্ত করা হচ্ছে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2022 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলাদেশী মৎস্যজীবীদের সঙ্গে স্বাক্ষাৎ মৎস্যমন্ত্রীর, দেশে ফেরার আশায় মৎস্যজীবীরা