North 24 Parganas News: ঘূর্ণিঝড় হোক বা অন্যকোন প্রাকৃতিক দুর্যোগ! এবার মোবাইল নেটওয়ার্ক না থাকলেও প্রশাসনের চিন্তা দূর করবে হ্যাম রেডিও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
এবার প্রশাসনিকভাবেও সিভিল ডিফেন্সের কর্মীরা ব্যবহার করতে পারবেন হ্যাম রেডিও
উত্তর ২৪ পরগনা: ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে উপকূলবর্তী অঞ্চল হোক বা প্রত্যন্ত এলাকা, বারবার ভেঙে পড়তে দেখা যায় সাধারণ যোগাযোগ ব্যবস্থা। মোবাইল নেটওয়ার্ক বিকল হয়ে যাওয়ায় প্রশাসনের সঙ্গে সংযোগ রাখা কঠিন হয়ে ওঠে সেই সময়ে। ঠিক সেই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হ্যাম রেডিও বা অ্যামেচার রেডিও।
এতদিন পর্যন্ত এই রেডিও চালাতেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের প্রশিক্ষিত সদস্যরা। তবে এবার রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাতেই যুক্ত হল এই বিকল্প যোগাযোগের মাধ্যম। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে এবার থেকে হ্যাম রেডিও চালাবেন রাজ্যের সিভিল ডিফেন্স কর্মীরা। ইতিমধ্যেই এই দুই জেলার মোট ২৭ জন সিভিল ডিফেন্স কর্মী কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অ্যামেচার রেডিও লাইসেন্স পেয়েছেন বলেই জানা গিয়েছে। এর ফলে, দুর্যোগ মোকাবিলার সময় প্রশাসনের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
এই উদ্যোগে মূল ভূমিকা নিয়েছে সোদপুরের ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। ক্লাবের পক্ষ থেকে দুই জেলার প্রশাসনকে প্রস্তাব দেওয়া হয়, যাতে সিভিল ডিফেন্স কর্মীরা প্রশিক্ষণ নিয়ে হ্যাম রেডিও লাইসেন্স পরীক্ষায় বসেন। এই প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মীরা ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট-এর কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাঁরা কেন্দ্রীয় সরকারের অধীনে লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, এই প্রথমবার প্রশাসনিকভাবে সিভিল ডিফেন্স কর্মীরা হ্যাম রেডিও অপারেট করবেন। এটা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনায় একটি বড় সাফল্য। সুন্দরবনের মত দুর্গম এলাকায়, যেখানে মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে — সেসব স্যাডোজোনে হ্যাম রেডিও একমাত্র কার্যকর মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। সেই অভিজ্ঞতা এবার প্রশাসনের নিজস্ব ব্যবস্থার অংশ হতে চলেছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের এই প্রযুক্তিগত দক্ষতা ভবিষ্যতে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, নির্বাচনের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। রাজ্যের এই উদ্যোগ সফল হলে অন্যান্য জেলাতেও এই মডেল প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 7:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ঘূর্ণিঝড় হোক বা অন্যকোন প্রাকৃতিক দুর্যোগ! এবার মোবাইল নেটওয়ার্ক না থাকলেও প্রশাসনের চিন্তা দূর করবে হ্যাম রেডিও

