Cough-Cold Remedies: বুকে ঘরঘর শব্দ? জমা কফে কষ্ট পাচ্ছেন? অ্যান্টিবায়োটিক নয়, জমা কফ দূর করুন এই ঘরোয়া উপায়ে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Cough And Cold: প্রথমদিকে অনেকেই বুকে কফ জমাকে খুব একটা পাত্তা দেন না! কিন্তু অবহেলা করলে,ফল হতে পারে মারাত্মক! সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে শ্বাসযন্ত্রে। কাজেই প্রথম থেকেই সচেতন হন
শীত আসছে-আসছে করছে! এই সময়ে আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি-কাশি, বুকে কফ বা শ্লেষ্মা জমার সমস্যা দেখা দেয়। প্রথমদিকে অনেকেই বুকে কফ জমাকে খুব একটা পাত্তা দেন না! কিন্তু অবহেলা করলে,ফল হতে পারে মারাত্মক! সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে শ্বাসযন্ত্রে। কাজেই প্রথম থেকেই সচেতন হন! ঘরোয়া উপায়ে মোকাবিলা করুন বুকে কফ জমার সমস্যার--
advertisement
advertisement
advertisement
হলুদ-- হলুদে থাকা কারকুমিন নামের উপাদান বুকের জমা কফ, শ্লেষ্মা দূর করে বুকে ব্যথা, শ্বাসকষ্ট দ্রুত কমিয়ে দেয়। হলুদের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান গলা ও বুকের খুসখুসানি, জ্বালা, ব্যথা দূর করে। এক গ্লাস উষ্ণ জলে এক চিমটে হলুদের গুঁড়ো মিশিয়ে প্রতিদিন গারগেল করুন। পাশাপাশি, এক গ্লাস দুধে আধ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। এর মধ্যে মেশান দু’ চা চামচ মধু এবং এক চিমটে গোল মরিচের গুঁড়ো। দিনে ২-৩ বার এই মিশ্রণ পান করলে বুকে জমা কফ বার হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
