বর্ষা যেন অভিশাপ! ভাতার কৃষি বাজারে দুর্গন্ধে নাজেহাল ক্রেতা-বিক্রেতারা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
বর্ষা এলেই বারে দুর্ভোগ, বদলে যায় বাজারের চেনা চিত্র, চরম ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী থেকে ক্রেতা-বিক্রেতারা। সামান্য বৃষ্টিতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় বাজারে, বৃষ্টির জমা জল,পচা দুর্গন্ধ আর তার মাঝেই বসের বাজার।
সায়নী সরকার, ভাতার: বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ, বদলে যায় বাজারের চেনা চিত্র, চরম ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী থেকে ক্রেতা-বিক্রেতারা। সামান্য বৃষ্টিতে অস্বাস্থকর পরিবেশ তৈরি হয় বাজারে, বৃষ্টির জমা জল,পচা দুর্গন্ধ আর তার মাঝেই বসের বাজার। বর্ষা এলেই বিভীষিকাময় হয়ে ওঠে পূর্ব বর্ধমানের ভাতারের কৃষি বাজার।
বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের ধারে অবস্থিত ভাতার কৃষিবাজার।এখানে প্রায় ৩০০ টির কাছাকাছি দোকান রয়েছে, রয়েছে একটি ব্যাংক, কৃষি দপ্তরের অফিস ও ধান কেনাবেচার সরকারি কেন্দ্র। প্রতিদিন গড়ে হাজারেরও বেশি মানুষ আসে এখানে। প্রতি সোমবার বসে বিশেষ তাঁতহাটও। কিন্তু বর্ষা এলেই বদলে যায় চেনা চিত্র। সামান্য বৃষ্টিতেই জল জমে বেহাল দশা হয় কৃষি বাজারে। আর ওই জল ও পচা দুর্গন্ধের মধ্যেই চলে বাজার। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভাতার কৃষি বাজারে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে বৃষ্টির জল থেকে শুরু করে শৌচালয় বর্জ্য জল সবই জমছে বাজারের ভিতর। জল না বেরোনোর ফলে তার সঙ্গে বাজারের আবর্জনা মিশে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ।
advertisement
আরও পড়ুন: পুকুরে নেমেছিল বউমা, তাঁকে বাঁচাতে ঝাঁপ দিলেন শাশুড়ি! হিঙ্গলগঞ্জে শাশুড়ি-বৌমার মর্মান্তিক
advertisement
জানা গেছে, কৃষিবাজার নির্মাণের সময় যে নিকাশিনালা তৈরি হয়েছিল, তা বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির জল নিষ্কাশনের কোনও উপায় নেই। আরও অভিযোগ, অনেক ব্যবসায়ী নিজেরাই বাজারের মধ্যে ময়লা ফেলে রাখেন। সেই ময়লা আবর্জনা বৃষ্টির জলে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা আরও ভয়াবহ করে তুলেছে পরিস্থিতিকে।
advertisement
এই পরিস্থিতি নিয়ে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী কোনও সমাধান হয়নি বলে অভিযোগ বাজারের ব্যবসায়ীদের। অন্যদিকে, এই অভিযোগে আঙুল উঠেছে কিছু অসচেতন ব্যবসায়ীর দিকেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 12:28 AM IST
