SSC Exam: দোকান খুলিয়ে আধার কার্ডের ফটোকপি! ট্রাফিক পুলিশের তৎপরতায় এসএসসি পরীক্ষায় বসল পরীক্ষার্থী
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
SSC Exam: ট্রাফিক পুলিশের তৎপরতায় এসএসসি পরীক্ষায় বসতে পারল দেবজ্যোতি ভট্টাচার্য নামে পরীক্ষার্থী। মঙ্গল কোর্টের মাজিগ্রামের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে আসার সময়। অরিজিন্যাল আধার কার্ড আনতে ভুলে গিয়েছিল।
রণদেব মুখোপাধ্যায়, কাটোয়া,পূর্ব বর্ধমান: গত রবিবার দীর্ঘ প্রায় ৯ বছর পর এসএসসির নবম-দশমের নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। আজ একাদশ-দ্বাদশের এসএসসি-র নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।
আরও পড়ুনঃ জেলায় জেলায় প্রস্তুতি সারা, কড়া নিয়মে আজ ফের এসএসসি পরীক্ষা! কী কী নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের?
ট্রাফিক পুলিশের তৎপরতায় এসএসসি পরীক্ষায় বসতে পারল দেবজ্যোতি ভট্টাচার্য নামে পরীক্ষার্থী। মঙ্গল কোর্টের মাজিগ্রামের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে আসার সময়। অরিজিন্যাল আধার কার্ড আনতে ভুলে গিয়েছিল। নিয়ম মত সচিত্র পরিচয়পত্র দেখাতে না পারায় দেবজ্যোতিকে পরীক্ষা কেন্দ্র ঢুকতে দেওয়া হয়নি।
advertisement
advertisement
কাঁদতে কাঁদতে ফিরে যাওয়ার সময় কাটোয়া ট্রাফিক পুলিশের আইসি সৌভিক গুপ্তার নজরে এলে তিনি নিজে তৎপর হয়ে দোকান খুলিয়ে আধার কার্ডের ফটোকপির ব্যবস্থা করে দেয়। পাশাপাশি মঙ্গলকোটের দেবজ্যোতির বাড়ি থেকে অরিজিনাল আধারকার্ড আনার জন্য একজন সিভিক ভলান্টিয়ারকে পাঠানো হয়। কাটোয়া কলেজের অধ্যক্ষ পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন।
advertisement
গত রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয় এবারের পরীক্ষাতেও রয়েছে চ্যালেঞ্জ নিবিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার। সকাল দশটার মধ্যে সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। স্বচ্ছ পেন এবং অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কিছু পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিতে পারবেন না। প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রেই থাকছে মেটাল ডিটেক্টর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2025 1:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC Exam: দোকান খুলিয়ে আধার কার্ডের ফটোকপি! ট্রাফিক পুলিশের তৎপরতায় এসএসসি পরীক্ষায় বসল পরীক্ষার্থী

