Srijan Bhattacharya CPIM: 'যদি হৃদয়ে লেখো নাম, সে নাম...' যাদবপুরের দেওয়ালে নেই, সৃজন তবে আছেন কোথায়!

Last Updated:

Srijan Bhattacharya CPIM: ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে মরিয়া সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। বাদ গেলেন না সৃজন ভট্টাচার্য।

+
সৃজন

সৃজন ভট্টচার্য

যাদবপুর: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে মরিয়া সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য।
রবিবার সকাল থেকেই বাম কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা করে জনসংযোগ বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সকল রাজনৈতিক দলের প্রার্থীদের চোখে পড়লেও তেমন চোখে পড়েনি সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেয়াললিখন। সেই দেয়াললিখনের বিষয় নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হয়।
advertisement
প্রচারে সৃজন প্রচারে সৃজন
advertisement
আরও পড়ুন: এবার ইতিহাসের দীর্ঘতম লোকসভা ভোট, কিন্তু আবহাওয়ার রিপোর্ট আসতেই তোলপাড়! ভয়ঙ্কর পূর্বাভাস
তিনি বলেন, ‘কাগজে লিখে নাম সে নাম ছিঁড়ে যাবে, কিন্তু মানুষের হৃদয়ে লেখা নাম সে নাম রয়ে যাবে। দেয়ালে নাম লিখলে সেই দেওয়ালের লেখা নাম কোনও একটা সময় মুছে যাবে। আমি মানুষের হৃদয়ে নাম লিখতে চাই।’ রবিবার বারুইপুরের পদ্মপুকুর থেকে শিবানীপিঠ পর্যন্ত জনসংযোগ পদযাত্রা করেন সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। এক সময় যাদবপুর লোকসভা কেন্দ্র ছিল বামেদের শক্ত ঘাঁটি। কিন্তু এখন যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি। তৃণমূলের শক্ত ঘাঁটিতে মানুষের হৃদয়ে নাম লেখার লক্ষ্যে নেমে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য।
advertisement
সৃজন ভট্টাচার্য তিনি আরও বলেন, ‘যাদবপুর লোকসভা কেন্দ্রে যে সকল দেওয়ালে সিপিআইএম ও তৃণমূল প্রার্থীদের নাম লেখা হয়েছে আপনি ভাল করে লক্ষ্য করবেন, সেই সকল দেওয়ালগুলিতে দেখবেন লাল রঙের ব্যবহার করা হয়েছে। আর লাল রং খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরে। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে আমরা ভোটের প্রচার করতে গিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা শুনছি। তাঁরা বলছেন লাল এগিয়ে যাবে।’ যাদবপুর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই জোরকদমে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। যাদবপুর লোকসভা কেন্দ্র কার দখলে যাবে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে ৪ জুন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Srijan Bhattacharya CPIM: 'যদি হৃদয়ে লেখো নাম, সে নাম...' যাদবপুরের দেওয়ালে নেই, সৃজন তবে আছেন কোথায়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement